নয়াদিল্লি, 10 ফেব্রুয়ারি:সম্প্রতি সাতপাকে বাঁধা পড়েছেন কিয়ারা আডবাণী-সিদ্ধার্থ মালহোত্রা ৷ তাঁদের বিয়ে নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে ৷ অবশেষে গত 7 ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা ৷ এবার সিড-কিয়ারা শেয়ার করলেন তাঁদের বিয়ের একটি স্পেশাল ভিডিয়ো ৷ শুক্রবার তাঁর ইনস্টা হ্যান্ডেল থেকে অনুরাগীদের জন্য ভিডিয়োটি শেয়ার করেছেন সিড-কিয়ারা ৷ বেশ কয়েকবছর প্রেম করার পর অবেশেষে বিয়ের পিঁড়িতে বসেছে এই জুটি ৷ আর তাঁদের এই ছোট্ট ভিডিয়োটিতেও যেমন মিলল প্রেমের ছোঁয়া তেমনই দেখা গেল খুনসুটিও (Kiara Aadvani shares a special Video) ৷
কিয়ারা তাঁর ইনস্টায় ভিডিয়ো ক্যাপশনে উল্লেখ করেছেন বিয়ের তারিখটি আর সঙ্গে বেছে নিয়েছেন একটি রেড হার্ট ইমোজিকে ৷ যা দেখে বুঝে নিতে কোনও অসুবিধে হয় না অভিনেত্রীর মনের কথা ৷ গত 7 ফেব্রুয়ারি চার হাত এক হয়েছে বলিউডের এই পাওয়ার কাপেলের ৷ রাজস্থানের সূর্যগড় প্রাসাদে বিয়ের বাঁধনে আবদ্ধ হন তাঁরা ৷ ভিডিয়োর শুরুতেই দেখা যায় বধূ বেশে প্রবেশ করছেন কিয়ারা ৷ তাঁর পরনে ঝলমলে গোলাপি লেহেঙ্গা ৷ অন্যদিকে, সিদ্ধার্থকে দেখা যায় বিয়ের শেরওয়ানিতে ৷ তিনি যেন আর অপেক্ষা করতে পারছেন না কিয়ারার সঙ্গে মিলনের সঙ্গে ৷