পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Khushi on Janhvi: দিদি তাঁর 'ফরএভার পার্টনার', জাহ্নবীর জন্মদিনে খুশির বার্তা - Khushi on Janhvi

তাঁর চিরদিনের সাথী দিদি জাহ্নবী ৷ সোমবার জাহ্নবী কাপুরের জন্মদিনে পুরোনো স্মৃতিতে ডুব দিয়ে এভাবেই নায়িকাকে শুভেচ্ছা জানালেন বোন খুশি (Khushi Kapoor Wishes Janhvi Kapoor)৷

Khushi on Janhvi
জাহ্নবীর জন্মদিনে স্মৃতি মেদুর খুশি

By

Published : Mar 6, 2023, 10:30 AM IST

মুম্বই, 6 মার্চ:জীবনের 26তম বসন্ত উদযাপন করছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর ৷ সোমবার দিদির জন্মদিনে তাঁকে আবেগঘন শুভেচ্ছাবার্তা পাঠালেন খুশি কাপুরও ৷ কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর দুই কন্যাই কেরিয়ার হিসাবে বেছে নিয়েছেন অভিনয়কে ৷ একজন অভিনয়ে পা রাখতে চলেছেন খুব তাড়াতাড়ি আর অপরজন এখন বিনোদন দুনিয়ার ভীষণ পরিচিত মুখ ৷ দিদি জাহ্নবীকে শুভেচ্ছা জানাতে গিয়ে এদিন তাঁদের জীবনের কিছু সোনালি স্মৃতি শেয়ার করেছেন খুশি (Khushi Kapoor Wishes Janhvi Kapoor) ৷

তাঁর ইনস্টাগ্রামে দিদির সঙ্গে মোট তিনটি ছবি শেয়ার করেছেন তার মধ্য়ে দু'টি ছবির হাত ধরে দিদিকে তাঁর রঙিন ছোটবেলা ফিরিয়ে দিয়েছেন খুশি ৷ একটি ছবিতে দেখা গিয়েছে দিদির সঙ্গে নাচে মেতে উঠেছেন খুশি ৷ আর একটি ছবিতে ধরা পড়েছে দুই বোনের আদুরে মুহূর্ত ৷ আরও একটি ছবিতে ধরা পড়েছে দিদি আর বোনের ভ্রমণের একটি মুহূর্ত ৷ খুশি লেখেন, 'শুভ জন্মদিন আমার ফরএভার পার্টনার (সবসময়ের সাথী) ৷ সবচেয়ে বেশি আমি তোমাকেই ভালোবাসি ৷'

দিদি বোনের সম্পর্ক ঠিক কতটা গভীর তা অবশ্য আলাদা করে বলে দেওয়ার কিছু নেই ৷ খুব তাড়াতাড়ি 'দ্য় আর্চিস'-এর হাত ধরে বলিউডে পা রাখতে চলেছেন খুশি কাপুর ৷ জোয়া আখতার পরিচালিত এই প্রজেক্টে খুশির সঙ্গেই অভিনয় করতে চলেছেন শাহরুখ কন্যা সুহানা খান এবং বিগ বি-র নাতি অগস্ত্য নন্দাও ৷ জনপ্রিয় কমিক্স 'দ্য় আর্চিস'-এর মেজাজ এবার পর্দায় ফিরিয়ে আনতে চেষ্টা করবেন জোয়া ৷

তাঁর চিরদিনের সাথী দিদি এভাবেই জাহ্নবীকে শুভেচ্ছা জানালেন খুশি

আরও পড়ুন:সাদা ব্র্যালেটে উত্তাপ ছড়ালেন মালাইকা, দেখুন লেটেস্ট ফটোশুটের ভিডিয়ো

অন্যদিকে, জাহ্নবীর কথা বলতে গেলে তাঁর কেরিয়ার শুরু হয় 'ধড়ক' ছবির হাত ধরে ৷ সালটা ছিল 2018 ৷ আর প্রথম ছবিতেই তাঁর অভিনয় সকলের মন কেড়ে নেয় ৷ ছবির জন্য় তিনি 'বেস্ট ফিমেল ডেবিউ' বিভাগে ফিল্ম ফেয়ার পুরস্কারও জিতে নিয়েছিলেন ৷ এরপর 'গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল', 'রুহি', 'গুডলাক জেরি'-র মতো একাধিক ছবিতে সকলের মন জিতে নিয়েছেন অভিনেত্রী ৷ আগামী দিনে তিনি স্ক্রিন শেয়ার করতে চলেছেন বরুণ ধাওয়ানের সঙ্গে ৷ ছবির শ্যুটিং ইতিমধ্য়েই শেষ ৷ খুব তাড়াতাড়ি পর্দায় আসবে বরুণ-জাহ্নবীর 'বাওয়াল' ৷

ABOUT THE AUTHOR

...view details