হায়দরাবাদ, 18 সেপ্টেম্বর: সোমবার মুক্তি পেয়েছে স্পাই থ্রিলার ছবি 'খুফিয়া'-র ট্রেলার ৷ বিশাল ভরদ্বাজ পরিচালিত এই ছবিতে তাবু, আশীষ বিদ্যার্থী, আলি ফজল, ওয়ামিকা গাব্বি রয়েছেন প্রদান চরিত্রে ৷ ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে 5 অক্টোবর মুক্তি পাচ্ছে এই ছবি ৷ সত্য ঘটনা অবলম্বনে, গোয়েন্দা সংস্থা র-এর প্রাক্তন কর্তা অমর ভুষণের লেখা এসকেপ টু নাওহেয়ার- থেকে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য ৷ ট্রেলারেই বাজিমাত এই ছবির ৷
দু'মিনিটের এই ট্রেলারে দেখানো হয়েছে, র-এর আধিকারিকরা একজন দেশদ্রোহীকে খুঁজছেন ৷ তাবুর তৈরি বিশেষ টিম সেই দেশদ্রোহীকে খোঁজার মিশনে রয়েছেন যিনি দেশের গোপন তথ্য বাইরে লিক করে দিচ্ছেন ৷ সন্দেহ গিয়ে পড়ে আলি ফজলের উপরে ৷ এমনকী, তাঁর স্ত্রী ওয়ামিকা গাব্বিও সন্দেহ করতে থাকেন নিজের স্বামীকে ৷ সত্যিই কি আলি দেশদ্রোহী? সেই প্রশ্নের উত্তর খুঁজবেন তাবু ৷
ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স সোমবার এই ট্রেলার প্রকাশ্যে আনে ৷ ক্যাপশনে লেখা হয়, "এখানে অস্ত্রের রূপ অন্য ৷ আর যুদ্ধ হচ্ছে গোপনে ৷ গোয়েন্দাদের দুনিয়ায় কে দেশদ্রোহী তা জানা যাবে ৷ 5 অক্টোবর থেকে নেটফ্লিক্সে ৷" ট্রেলার আসার পর থেকেই তা দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা ৷