পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Khela Jawkhon New Song: হাজির মিমি-অর্জুনের নতুন ছবির গান 'রাজা রানি রাজকুমারী' - Arjun Mimi New Film Khela Jawkhon New Song

অরিন্দম শীলের 'খেলা যখন' ছবিতে ফের জুটি বাঁধছেন মিমি-অর্জুন । এবার হাজির হল তাঁদের এই 'খেলা যখন' ছবির নতুন গান 'রাজা রানি রাজকুমারী' (Arjun Mimi New Film Khela Jawkhon New Song)৷

Khela Jawkhon New Song
হাজির মিমি-অর্জুনের নতুন ছবির গান 'রাজা রানি রাজকুমারী'

By

Published : Nov 25, 2022, 3:59 PM IST

কলকাতা, 25 নভেম্বর: 'বাপি বাড়ি যা' এবং 'ক্রিসক্রস'-এর পর ফের জুটি বাঁধছেন মিমি-অর্জুন । অরিন্দম শীলের 'খেলা যখন' ছবিতে এঁদের দু'জনকেই দেখা যাবে নায়ক-নায়িকার ভূমিকায় । এর আগে 'গানের ওপারে' ধারাবাহিকেও জুটি বেঁধেছিলেন তাঁরা । এবার সামনে এল 'খেলা যখন' ছবির নতুন গান 'রাজা রানি রাজকুমারী' ৷ আজ তাঁর এই নতুন গানের পোস্টার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন পরিচালক নিজেই ৷ শুক্রবার গানের লিঙ্ক শেয়ার করে তিনি লেখেন, 'রাজা রানি রাজকুমারী ছোট্ট বাসায় রাজ্য তারই... খেলা যখন-এর (নতুন) গান...ছবিটি মুক্তি পেতে চলেছে 2 ডিসেম্বর' ( Raja Rani Rajkumari is out now)৷

গানটিতে সুর দিয়েছেন পণ্ডিত বিক্রম ঘোষ ৷ আর গলা দিয়েছেন তৃষা চট্টোপাধ্য়ায় এবং শোভন গঙ্গোপাধ্য়ায় ৷ 'রাজা রানি রাজকুমারী'-র কথা লিখেছেন সুগত গুহ ৷ আদ্যপান্ত প্রেমের এই গানটিতে সুন্দরভাবে ফুটে উঠেছে মিমি-অর্জুনের রসায়ন ৷ 'গানের ওপারে' থেকেই তাঁদের রসায়ন মন কেড়েছিল দর্শকের ৷ বেশ অনেকদিন পর আবার একসঙ্গে স্ক্রিনশেয়ার করছেন এই দুই তারকা (Arjun-Mimi New Film) ৷ এবার তাঁরা নতুন করে দর্শকদের মন জয় করতে পারেন কিনা সেটাই দেখার (Khela Jawkhon New Song)৷

আরও পড়ুন:পরিচালনায় 'দাদাসাহেব ফালকে' পেলেন বাংলার সৌভিক

অর্জুন চক্রবর্তী, মিমি চক্রবর্তী ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অলকানন্দা রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, বরুণ চন্দ এবং সুস্মিতা চট্টোপাধ্যায় । 'খেলা যখন' ছবির গল্পের কেন্দ্রে রয়েছে একটি দুর্ঘটনা । এই দুর্ঘটনার শিকার উরমি । সে নিজের আইডেন্টিটি খুঁজে বেড়ায় প্রতিদিন, প্রতিনিয়ত । শেষমেশ খুঁজে পাবে কি সে নিজের পরিচয় ? জানা যাবে 2 ডিসেম্বর । এসভিএফের ব্যানারেই পর্দায় আসতে চলেছে এই ছবি ৷ সাংসদ মিমি ছোট পর্দা, বড় পর্দার পর পা রেখেছেন হিন্দি ওয়েব প্ল্যাটফর্মেও । সম্ভবত তাঁর সঙ্গে এখানে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ।

ABOUT THE AUTHOR

...view details