পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Kharaj on Rituparna : ঋতুপর্ণাকে প্যাঁচালো অমৃতির সঙ্গে তুলনা খরাজের

20 মে বড়পর্দায় আসছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত এবং প্রযোজিত বাংলা ছবি 'বেলাশুরু' (Belashuru is Coming on 20 May )। তবে তার আগে নিজের সব সহ-অভিনেতাদের কোনও না কোনও মিষ্টির সঙ্গে তুলনা করলেন এ ছবির বড় জামাই খরাজ মুখোপাধ্য়ায় ৷

Kharaj on Rituparna
ঋতুপর্ণাকে অমৃতির প্যাঁচালো অমৃতির তুলনা খরাজের

By

Published : May 7, 2022, 2:46 PM IST

কলকাতা, 7 মে : 20 মে বড়পর্দায় আসছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত এবং প্রযোজিত বাংলা ছবি 'বেলাশুরু'(Belashuru is Coming on 20 May)। এই ছবির বড় জামাই জ্যোতির্ময়ের চরিত্রে রয়েছেন খরাজ মুখোপাধ্যায় । 'বেলাশুরু'র মিষ্টি পরিবারের বিভিন্ন সদস্যকে বিভিন্ন মিষ্টির স্বাদের সঙ্গে তুলনা দিলেন অভিনেতা । শুরুতেই নিজেকে তিনি নাম দিলেন জিভে গজা । বললেন, ‘‘এ ব্যাটার পেটে পেটে যে কী আছে কেউ বুঝতে পারবে না ।'’

প্রয়াত কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়কে তুলনা করলেন রাবড়ির সঙ্গে । এই মিষ্টিটার প্রতি সকলের একটা বিশেষ আগ্রহ আছে । আর সৌমিত্র চট্টোপাধ্যায় সেরকমই একজন মানুষ, যাকে ঘিরে জনগণের আবেগ উদ্দীপনা চিরকালের । স্বাতীলেখা সেনগুপ্তকে ডাকলেন পান্তুয়া নামে । অসম্ভব নরম মনের একজন মানুষ তিনি । খরাজ বলেন, '‘ওঁর সঙ্গে যে থাকবে সে বুঝতে পারবে যে আমি কেন তাঁকে পান্তুয়া বলছি । উপর থেকে গরম ভিতরে ভীষণ নরম ।'’

এরপর খরাজ নন্দিতা রায় প্রসঙ্গে জানান, সব মিষ্টি এক করে দিলে যেটা হয় সেটা নন্দিতাদি । নলেন গুড় বলা যায় । সব কথা ওঁকে বলা যায় । সবরকমের বায়না ওঁর কাছে করা যায় । শিবপ্রসাদকে বললেন জলভরা সন্দেশ । বাইরেটা ভীষণ শক্ত আর ভিতরটা খুব নরম । বেশ একটা রসালো ব্যাপার আছে ওঁর মধ্যে । ভীষণ সাপোর্টিভ একজন মানুষ শিবু ।

এই ছবিতে তাঁর স্ত্রী'র চরিত্রে রয়েছেন অপরাজিতা আঢ্য । তাঁর প্রসঙ্গে বলতে গিয়ে খরাজের মত, "এক কথায় বলব রসগোল্লা । ভীষণ হাসে। হাসতে শুরু করলে আর থামে না। আর ওরকম হাসি ফ্লোরে না থাকলে কেমন ফাঁকা ফাঁকা লাগে ।" ইন্দ্রাণী দত্তকে চমচম বলে উল্লেখ করলেন খরাজ। ভীষণ ভাল অভিনেত্রী । যে কোনও অবস্থাকে মানিয়ে নেওয়ার একটা ক্ষমতা রয়েছে ওঁর মধ্যে । মারাত্মক সাপোর্টিভ ।

আরও পড়ুন : ‘জুটিতে লুটি’, বিয়ে নিয়ে কী বলছেন রাহুল-আথিয়া

আর ঋতুপর্ণাকে অমৃতির মতো প্যাঁচালো বললেন তিনি । কী যে ভাবছে আর কী যে করছে বা করতে পারে বোঝা মুশকিল । যেটা ওঁর থেকে সহজে পাওয়া যাবে বলে মনে করা হয়, সেটা অনেকসময় পাওয়া যায় না । আবার যেটা ওঁর কাছ থেকে পাওয়া সম্ভব না সেটাই হয়ত পাওয়া যায় সহজে। এরকম একজন মানুষ ।

মনামীকে বললেন বোঁদে । ভীষণ মিষ্টি দেখতে । ছোটখাটো মানুষ । অসম্ভব ভাল অভিনেত্রী । অভিনয় নিয়ে কোনও কথা হবে না । প্রদীপ ভট্টাচার্যকে বললেন বহরমপুরের বিখ্যাত মিষ্টি ছানাবড়া । আর অনিন্দ্যকে বললেন জিভেগজা । প্রায়ই তাঁকে খুঁজে পাওয়া যায় না । এক এক দিন এক এক জন বান্ধবীর সঙ্গে তিনি দেখা করতে চলে যান । সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়কেও বাদ দেননি খরাজ তাঁকে কালাকাঁদ বলে ডাকলেন তিনি । ভীষণ সহজ মানুষ । ওঁর ভিতরে অনেক গুণ । কিন্তু বুঝতে দেয় না কারওকে । সুন্দর মানুষ সুজয় । সবশেষে শঙ্কর চক্রবর্তীকে মোরব্বার সঙ্গে তুলনা করেন খরাজ মুখোপাধ্যায়।

ABOUT THE AUTHOR

...view details