কলকাতা, 7 মে : 20 মে বড়পর্দায় আসছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত এবং প্রযোজিত বাংলা ছবি 'বেলাশুরু'(Belashuru is Coming on 20 May)। এই ছবির বড় জামাই জ্যোতির্ময়ের চরিত্রে রয়েছেন খরাজ মুখোপাধ্যায় । 'বেলাশুরু'র মিষ্টি পরিবারের বিভিন্ন সদস্যকে বিভিন্ন মিষ্টির স্বাদের সঙ্গে তুলনা দিলেন অভিনেতা । শুরুতেই নিজেকে তিনি নাম দিলেন জিভে গজা । বললেন, ‘‘এ ব্যাটার পেটে পেটে যে কী আছে কেউ বুঝতে পারবে না ।'’
প্রয়াত কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়কে তুলনা করলেন রাবড়ির সঙ্গে । এই মিষ্টিটার প্রতি সকলের একটা বিশেষ আগ্রহ আছে । আর সৌমিত্র চট্টোপাধ্যায় সেরকমই একজন মানুষ, যাকে ঘিরে জনগণের আবেগ উদ্দীপনা চিরকালের । স্বাতীলেখা সেনগুপ্তকে ডাকলেন পান্তুয়া নামে । অসম্ভব নরম মনের একজন মানুষ তিনি । খরাজ বলেন, '‘ওঁর সঙ্গে যে থাকবে সে বুঝতে পারবে যে আমি কেন তাঁকে পান্তুয়া বলছি । উপর থেকে গরম ভিতরে ভীষণ নরম ।'’
এরপর খরাজ নন্দিতা রায় প্রসঙ্গে জানান, সব মিষ্টি এক করে দিলে যেটা হয় সেটা নন্দিতাদি । নলেন গুড় বলা যায় । সব কথা ওঁকে বলা যায় । সবরকমের বায়না ওঁর কাছে করা যায় । শিবপ্রসাদকে বললেন জলভরা সন্দেশ । বাইরেটা ভীষণ শক্ত আর ভিতরটা খুব নরম । বেশ একটা রসালো ব্যাপার আছে ওঁর মধ্যে । ভীষণ সাপোর্টিভ একজন মানুষ শিবু ।
এই ছবিতে তাঁর স্ত্রী'র চরিত্রে রয়েছেন অপরাজিতা আঢ্য । তাঁর প্রসঙ্গে বলতে গিয়ে খরাজের মত, "এক কথায় বলব রসগোল্লা । ভীষণ হাসে। হাসতে শুরু করলে আর থামে না। আর ওরকম হাসি ফ্লোরে না থাকলে কেমন ফাঁকা ফাঁকা লাগে ।" ইন্দ্রাণী দত্তকে চমচম বলে উল্লেখ করলেন খরাজ। ভীষণ ভাল অভিনেত্রী । যে কোনও অবস্থাকে মানিয়ে নেওয়ার একটা ক্ষমতা রয়েছে ওঁর মধ্যে । মারাত্মক সাপোর্টিভ ।
আরও পড়ুন : ‘জুটিতে লুটি’, বিয়ে নিয়ে কী বলছেন রাহুল-আথিয়া
আর ঋতুপর্ণাকে অমৃতির মতো প্যাঁচালো বললেন তিনি । কী যে ভাবছে আর কী যে করছে বা করতে পারে বোঝা মুশকিল । যেটা ওঁর থেকে সহজে পাওয়া যাবে বলে মনে করা হয়, সেটা অনেকসময় পাওয়া যায় না । আবার যেটা ওঁর কাছ থেকে পাওয়া সম্ভব না সেটাই হয়ত পাওয়া যায় সহজে। এরকম একজন মানুষ ।
মনামীকে বললেন বোঁদে । ভীষণ মিষ্টি দেখতে । ছোটখাটো মানুষ । অসম্ভব ভাল অভিনেত্রী । অভিনয় নিয়ে কোনও কথা হবে না । প্রদীপ ভট্টাচার্যকে বললেন বহরমপুরের বিখ্যাত মিষ্টি ছানাবড়া । আর অনিন্দ্যকে বললেন জিভেগজা । প্রায়ই তাঁকে খুঁজে পাওয়া যায় না । এক এক দিন এক এক জন বান্ধবীর সঙ্গে তিনি দেখা করতে চলে যান । সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়কেও বাদ দেননি খরাজ তাঁকে কালাকাঁদ বলে ডাকলেন তিনি । ভীষণ সহজ মানুষ । ওঁর ভিতরে অনেক গুণ । কিন্তু বুঝতে দেয় না কারওকে । সুন্দর মানুষ সুজয় । সবশেষে শঙ্কর চক্রবর্তীকে মোরব্বার সঙ্গে তুলনা করেন খরাজ মুখোপাধ্যায়।