হায়দরাবাদ, 7 মে :একদিকে যখন সারা দেশজুড়ে রীতিমতো রমরমিয়ে রাজত্ব চালাচ্ছে 'কেজিএফ: চ্যাপটার 2', তখনই সিনেপ্রেমীদের জন্য় শনিবারের সকালটা বয়ে নিয়ে এল একটি বড় দুঃসংবাদ ৷ কারণ প্রয়াত হলেন খ্য়াতনামা দক্ষিণী অভিনেতা মোহন জুনেজা ৷ খবর অনুযায়ী, শনিবার ভোররাতে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ৷ 'কেজিএফ: চ্যাপটার 2'-তেই শেষবার পর্দায় দেখা গিয়েছিল তাঁকে (Actor Mohan Juneja Passes Away)৷
মোহন এক দশক ধরে অনেক ছবিতে সহ-অভিনেতার ভূমিকায় অভিনয় করেছেন। তামিল, তেলেগু, মালায়ালাম এবং হিন্দি ভাষায় একশোরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। পর্দায় তাঁর অভিনীত চেতাল্লা চরিত্রটির জন্যই বেশি পরিচিত ছিলেন মোহন ৷ এটাই ছিল তাঁর অভিনয় জীবনে প্রথম বড় ব্রেক ৷ এরপর ছোট পর্দা এবং বড় পর্দা দুই ক্ষেত্রেই দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি ৷