মুম্বই, 15 এপ্রিল :প্যান ইন্ডিয়ান হিসেবে মুক্তি পাওয়ায় হিন্দি বলয়ও বর্তমানে মুখিয়ে থাকে দক্ষিণের বড় বাজেটের ছবিগুলির দিকে ৷ সাম্প্রতিক অতীতে 'পুষ্পা-দ্য রাইজ', 'আরআরআর' চূড়ান্ত সফল হওয়ার পর হিন্দি বলয়ে কেজিএফ-2'র সাফল্য নিয়েও ব্যাপক প্রত্যাশী ছিলেন নির্মাতারা ৷ বৃহস্পতিবার মুক্তির দিনে সেই প্রত্যাশাকে ছাপিয়ে হিন্দি বলয়ে রেকর্ড গড়ল সুপারস্টার যশ অভিনীত কন্নড় ছবি 'কেজিএফ চ্যাপ্টার -2' ৷ অল্পের জন্য হৃত্বিক রোশন, টাইগার শ্রফ অভিনীত 'ওয়ার'-কে ছাপিয়ে যেতে না-পারলেও ওপেনিং ডে-তে 'বাহুবলী-2', 'ঠাগস অফ হিন্দোস্তান'-র রেকর্ড ভাঙল প্রশান্ত নীল পরিচালিত এই ছবি (KGF Chapter-2 surpasses several records in hindi belt at opening day collection) ৷
বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশনে এখনও নজির গড়ে চলেছে মার্চে মুক্তি পাওয়া 'আরআরআর' ৷ তবে হিন্দি বলয়ে প্রথমদিনের কালেকশনে কেজিএফ -2 অনেক পিছনে ফেলল এস এস রাজামৌলির ছবিকে ৷ ওপেনিং ডে-তে বিশ্বব্যাপী 223 কোটি টাকার ব্যবসা করলেও হিন্দি বলয়ে প্রথমদিন 'আরআরআর'-এর কালেকশন ছিল 19 কোটি টাকার মত ৷ সেই অঙ্ককে ছাপিয়ে হিন্দি বেল্টে প্রথমদিন 'কেজিএফ-2' ব্যবসা করল প্রায় 50 কোটি ৷