হায়দরাবাদ, 2 মে :দক্ষিণী সুপারস্টার যশের 'কেজিএফ: চ্যাপটার 2' এই মুহূর্তে সারা ভারতে দাপিয়ে নিজের ব্য়বসা করে চলেছে ৷ কোভিডের তৃতীয় ঢেউয়ের জেরে রীতিমতো ধুঁকতে শুরু করেছিল বলিউড, টলিউড, দক্ষিণী সমস্ত ইন্ডাস্ট্রিগুলিই ৷ কিন্তু তার থেকে ফের একবার ইন্ডাস্ট্রিকে স্বমহিমায় ফিরিয়ে আনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল যে ছবিগুলি বলাই বাহুল্য় তার মধ্যে 'কেজিএফ: চ্যাপটার 2' অন্যতম ৷ 'আরআরআর', 'পুষ্পা'-ও যথেষ্ট ব্যবসায়িক সাফল্য পেয়েছে ৷ কিন্তু 'রানওয়ে 34' এবং 'হিরোপন্তি 2' মুক্তির পরেও যশের এই ছবি যেভাবে ব্যবসায়িক সাফল্য অর্জন করে চলেছে, তা সত্যিই অনবদ্য় ৷
সিনে সমালোচক তরণ আদর্শের দেওয়া তথ্য অনুযায়ী তৃতীয় সপ্তাহের একইভাবে সফল 'কেজিএফ: চ্যাপটার 2' (KGF: Chapter 2 rules box office ) ৷ শুধুমাত্র হিন্দি বলয়েই এই ছবি আয় করেছে 369.58 কোটি টাকা ৷ তরণ এও জানিয়েছেন, তাঁর আশা আগামি ইদের মধ্যেই আমির খানের 'দঙ্গল' ছবির আয়কেও ছাপিয়ে যাবে এই ছবি ৷