পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

KGF Chapter 2 Business : অজয়-অমিতাভ-টাইগার মাঠে নামা সত্ত্বেও বক্স অফিসে যশ-রাজ অব্যাহত - অজয় অমিতাভ টাইগার মাঠে নামা সত্ত্বেও বক্স অফিসে যশ রাজ অব্যহত

টাইগার শ্রফের 'হিরোপন্তি 2' এবং অজয় দেবগণের 'রানওয়ে 34' ছবির মুক্তির একইভাবে হিন্দি বলয়ে নিজের সাম্রাজ্য বজায় রাখল যশের 'কেজিএফ: চ্যাপটার 2' (KGF: Chapter 2 rules box office )৷

KGF Chapter 2 Business
অজয়-অমিতাভ-টাইগার মাঠে নামা সত্ত্বেও বক্স অফিসে যশ রাজ অব্যহত

By

Published : May 2, 2022, 2:56 PM IST

Updated : May 2, 2022, 5:35 PM IST

হায়দরাবাদ, 2 মে :দক্ষিণী সুপারস্টার যশের 'কেজিএফ: চ্যাপটার 2' এই মুহূর্তে সারা ভারতে দাপিয়ে নিজের ব্য়বসা করে চলেছে ৷ কোভিডের তৃতীয় ঢেউয়ের জেরে রীতিমতো ধুঁকতে শুরু করেছিল বলিউড, টলিউড, দক্ষিণী সমস্ত ইন্ডাস্ট্রিগুলিই ৷ কিন্তু তার থেকে ফের একবার ইন্ডাস্ট্রিকে স্বমহিমায় ফিরিয়ে আনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল যে ছবিগুলি বলাই বাহুল্য় তার মধ্যে 'কেজিএফ: চ্যাপটার 2' অন্যতম ৷ 'আরআরআর', 'পুষ্পা'-ও যথেষ্ট ব্যবসায়িক সাফল্য পেয়েছে ৷ কিন্তু 'রানওয়ে 34' এবং 'হিরোপন্তি 2' মুক্তির পরেও যশের এই ছবি যেভাবে ব্যবসায়িক সাফল্য অর্জন করে চলেছে, তা সত্যিই অনবদ্য় ৷

সিনে সমালোচক তরণ আদর্শের দেওয়া তথ্য অনুযায়ী তৃতীয় সপ্তাহের একইভাবে সফল 'কেজিএফ: চ্যাপটার 2' (KGF: Chapter 2 rules box office ) ৷ শুধুমাত্র হিন্দি বলয়েই এই ছবি আয় করেছে 369.58 কোটি টাকা ৷ তরণ এও জানিয়েছেন, তাঁর আশা আগামি ইদের মধ্যেই আমির খানের 'দঙ্গল' ছবির আয়কেও ছাপিয়ে যাবে এই ছবি ৷

আরও পড়ুন : রোজ মানসিক উদ্বেগের শিকার হচ্ছেন আমির কন্য়া

ইতিমধ্যেই টাইগার শ্রফের 'হিরোপন্তি 2' এবং অমিতাভ বচ্চন এবং অজয় দেবগণের 'রানওয়ে 34' ছবির ব্যাবসাতেও যথেষ্ট প্রভাব ফেলেছে এই ছবি ৷ শনিবার মুক্তি সত্ত্বেও টাইগারের ছবি প্রথম দিনে আয় করেছিল 6.25 কোটি আর দ্বিতীয় দিনে তা আরও কমে দাঁড়ায় 3.50 কোটিতে ৷ অন্যদিকে প্রায় একই অবস্থা অজয়ের 'রানওয়ে 34' ছবিরও ৷ প্রথমদিনে 3 কোটি দিয়ে যাত্রা শুরু করেছিল এই ছবি শনিবার এবং রবিবারে এই ছবির আয় যথাক্রমে 4.40 কোটি এবং 5.80 কোটি ৷

যেখানে 'কেজিএফ 2' শেষ তিনদিনে আয় করেছে 20.77 কোটি টাকা ৷ পরিচালক প্রশান্ত নীলের এই ছবি রিলিজ করা হয়েছিল কন্নড়, তামিল, তেলেগু, মালায়ালাম এবং হিন্দি এই পাঁচটি ভাষায় ৷ দক্ষিণে তো বটেই উত্তরে হিন্দি বলয়েও দাপটের সঙ্গে রাজত্ব করে চলেছে এই ছবি ৷

Last Updated : May 2, 2022, 5:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details