হায়দরাবাদ, 16 এপ্রিল :দু'দিনেই হিন্দি বলয়ে 100 কোটির ক্লাবে ঢুকে পড়ল যশের কেজিএফ 2 ৷ ছবি মুক্তির আগে থেকেই ভাল রকম উচ্ছ্বাস ছিল এই ছবি নিয়ে ৷ আর প্রথম দিনেই হিন্দি বলয়ে 'আরআরআর', 'বাহুবলী-2', 'ঠাগস অফ হিন্দোস্তান'-র রেকর্ড ভেঙে 53.95 কোটির ব্যবসা করেছিল এই ছবি ৷ আর দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবারেও বজায় রইল এই ছবির মাহাত্ম্য (KGF Chapter 2 Crosses 100 cr in Two Days) ৷
একই ভাবে শুক্রবারেও 46.79 কোটির ব্যবসা এনে দিল প্রশান্ত নীলের এই ছবি ৷ ফিল্ম ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন, আপাতত 'বাহুবলী-2' এবং আমির খানের আরেক ব্লকবাস্টার হিট ছবি 'দঙ্গল'-এর থেকেও ব্যবসায় এগিয়ে রয়েছে 'কেজিএফ-2' ৷ যশের দুরন্ত অভিনয় ছবির গল্প ইতিমধ্য়েই প্রভাব ফেলেছে দর্শক মহলে ৷ এখন নজর রাখতে হবে এই উইকএন্ডের দিকে ৷