হায়দরাবাদ, 10 মে: 'দ্য় কাশ্মীর ফাইলস'-এর মতোই 'দ্য় কেরালা স্টোরি' নিয়েও ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন সমালোচকেরা ৷ কারও কাছে খারাপ, কারও কাছে ভালো এই ছবিটিও বক্স অফিসে 'দ্য় কাশ্মীর ফাইলস'-এর মতোই শোরগোল ফেলেছে ৷ পাঁচ দিনে 50 কোটির ক্লাবেও ঢুকে পড়েছে এই ছবি ৷ নির্মাতারা দাবি করেছেন সত্য় ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে 'দ্য় কেরালা স্টোরি' ৷ তাঁদের দাবি কেরলের প্রায় 32 হাজার মহিলাকে আইএসআইএসে যোগদান করতে বাধ্য করা হয়েছে ৷ বাধ্য করা হয়েছে তাঁদের ধর্মান্তকরণে ৷ 32 হাজার সংখ্য়াটি সামনে আসতেই শুরু হয় বিতর্ক ৷ পরে নির্মাতারা সিদ্ধান্ত নেন 32 হাজার সংখ্য়াটিকে মাত্র তিনে নামিয়ে এনেছেন ৷ এবার তাই নিয়েই মুখ খুললেন ছবির প্রযোজক বিপুল শাহ ৷
কেন হঠাৎ সিদ্ধান্ত বদল? বিপুল শাহকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "সংখ্যায় কি এসে যায়?" এসব দেখে অনেকের মনে পড়ে যেতে পারে শেক্সপিয়ারের সেই বিখ্য়াত উক্তি 'নামে কি এসে যায়?' বাক্য়বন্ধটি ৷ যাইহোক, সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই নিয়ে প্রশ্ন করা হলে বিপুল বলেন, "আমরা সেই গল্পটাই বলেছি যা বলা একান্ত দরকার ৷... এটা কখনও সংখ্যার বিষয় ছিলই না ৷ 32 হোক বা 32000 কিছু যায় আসে না ৷ যারা এই অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে গিয়েছে তাঁদের জন্য সংখ্য়া কোনও পার্থক্য তৈরি করে না ৷ গুরুত্বপূর্ণ হল এটা(ধর্ম পরিবর্তন) ঘটেছে ৷ আর এটা এমন একটা ঘটনা যা জনতার সামনে আনা দরকার ছিল ৷"