পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Souvik on Kaushik: 'পারিশ্রমিক নিয়েও ছবির প্রচারে নেই' কৌশিক সেনের বিরুদ্ধে ক্ষোভ টলি পরিচালকের - Not Attending Film Promotion

নিজের আসন্ন ছবি 'বরফি'র প্রচারে নেই কৌশিক সেন ৷ এমনই অভিযোগ তুললেন ছবিরই পরিচালক সৌভিক দে ৷ অথচ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার সময় কৌশিককে পরিচালক বলেছিলেন, প্রচারের জন্য তাঁকে সময় দিতে হবে। কৌশিক সেই সময় রাজি ছিলেন। কিন্তু প্রচার শুরু হতেই নাকি কৌশিক সেনকে দেখা যায়নি (Not Attending Film Promotion) ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 22, 2023, 7:22 AM IST

অভিনেতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন পরিচালক

কলকাতা, 22 মার্চ: টলিপাড়ায় বকেয়া পারিশ্রমিকের দাবি বা শ্যুটিং সম্পর্কিত অভিযোগ নতুন নয়। তবে এবার অন্য ধরনের অভিযোগ প্রকাশ্যে এনেছেন পরিচালক সৌভিক দে (Souvik Dey)। পরিচালকের নিশানায় টলিপাড়ার অভিনেতা কৌশিক সেন (Kaushik Sen)। সৌভিকের 'বরফি' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কৌশিক। ছবির মুক্তি দিন আসন্ন। কিন্তু পরিচালকের দাবি, এই ছবির কোনও প্রচারেই অংশ নেননি কৌশিক। পুরো বিষয়টি সংবাদ মাধ্যমকে জানাতে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে প্রযোজনা সংস্থা। সেখানে সৌভিক বলেন, "আগামী মাসে আমার ছবির মুক্তি। কৌশিকদা রয়েছেন ছবির মুখ্য চরিত্রে। কিন্তু উনি ছবির প্রচারের অংশ হতে রাজি নন। এতে তো আমার ছবির ক্ষতি হয়ে যাবে।"

বরফি ছবির পোস্টার

উল্লেখ্য, সৌভিক টলিপাড়ার তরুণ পরিচালক। সেখানে কৌশিকের মতো অভিনেতা ছবির প্রচারপর্ব থেকে সরে দাঁড়ানোর সিঁদুরে মেঘ দেখছেন তিনি। শেষ পর্যন্ত আর কোনও উপায় না-দেখে সৌভিক মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে বিষয়টি নজরে আনেন। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন 'বরফি' ছবির কলাকুশলীরা। গত জানুয়ারি মাসে এই ছবির শ্যুটিং শেষ করেন সৌভিক। পরিচালকের কথায়, "যে দিন শ্যুটিং শেষ হয়, সেদিনই আমি ওঁকে পারিশ্রমিক মিটিয়ে দিই। উনি বড় মাপের অভিনেতা। চিত্রনাট্য পছন্দ হয়েছিল বলেই অভিনয় করতে রাজি হয়েছিলেন। তার পরেও কেন এরকম করলেন, বুঝতে পারছি না।"

আরও পড়ুন:পরিচালনায় 'দাদাসাহেব ফালকে' পেলেন বাংলার সৌভিক

তাঁর কথায়, কৌশিক যে ছবির প্রচারপর্বে সময় দেবেন, নির্মাতাদের দাবি চুক্তিপত্রেও তা লেখা ছিল। পরিচালক আরও বললেন, ওঁর কাছে দু'দিন সময় চেয়েছিলাম। কিন্তু কৌশিকদা জানিয়ে দেন যে, ইন্ডাস্ট্রির প্রথম সারির পরিচালকদের ছবির প্রচারপর্বেও তিনি নাকি থাকেন না! কিন্তু নতুন পরিচালকদের সঙ্গেও এটা হলে, সেটা তো বাংলা ছবির ক্ষতি।" সৌভিকের কাছ থেকেই জানা গিয়েছে, সাংবাদিক সম্মেলনের বিষয়টি কৌশিক সেনকে হোয়াটসঅ্যাপে জানাতে গেলে কৌশিক তাঁর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় লেখেন, "আমার কিছু বলার নেই। পেশাগত এবং ব্যক্তিগত কাজের চাপে এই ছবির প্রচারে আমি থাকতে পারিনি।"

ABOUT THE AUTHOR

...view details