কলকাতা, 3 জুলাই: কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় আসছে নতুন বাংলা ছবি 'লক্ষ্মী ছেলে' (Lokkhi Chele)। এই ছবিতে বাবার পরিচালনায় কাজ করেছেন পুত্র উজান গঙ্গোপাধ্যায় ।
শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের প্রযোজনায় এই প্রথমবার ছবি পরিচালনায় কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly film Lokkhi Chele)। আর মুখ্য চরিত্রে কৌশিকপুত্র উজান । ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গিয়েছিল অনেকদিন আগেই । এরপর আগমন ঘটে কোভিডের । কোভিডের কয়েকদিন আগেই মুক্তি পায় এই ঘর থেকে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'। এরপর লকডাউন চালু হলে প্রদর্শন বন্ধ হয় ছবির । এ বার মুক্তির পথে 'লক্ষ্মী ছেলে'। দিনকয়েক আগেই মুক্তি পেয়েছে 'বেলাশুরু'। দুর্দান্ত সাফল্যের পর এ বার পালা 'লক্ষ্মী ছেলে'র ।