পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Kaushik Aparajita in Kathamrita: জিৎ চক্রবর্তীর কথামৃতে জুটি বাঁধছেন অপা-কৌশিক - কৌশিক গঙ্গোপাধ্যায় অপরাজিতা আঢ্য জুটি

জিৎ চক্রবর্তীর (Kaushik Aparajita in Kathamrita) পরিচালনায় কথামৃতে জুটি বাঁধছেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly film) ও অপরাজিতা আঢ্য (Aparajita Auddy film)।

Kaushik Ganguly Aparajita Auddy to act in Jeet Chakraborty's Kathamrita
জিৎ চক্রবর্তীর পরিচালনায় কথামৃতে জুটি বাঁধছেন অপা-কৌশিক

By

Published : Apr 20, 2022, 10:07 AM IST

কলকাতা, 20 এপ্রিল: বড়পর্দায় এ বার জুটি বাঁধতে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly film) ও অপরাজিতা আঢ্যকে (Aparajita Auddy film)। গল্পের মুখ্য চরিত্র এখানে কথা বলতে পারে না । ছবির নাম 'কথামৃত'(Jeet Chakraborty's Kathamrita)।

গল্পের মুখ্য চরিত্র কথা না বলতে পারলে কেমন হয় ব্যাপারটা ? সেটাই তো বড় চ্যালেঞ্জ । আর এ রকমই এক চরিত্রে এ বার অভিনয় করতে চলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় । তাঁর চরিত্রের নাম সনাতন । তাঁর বিপরীতে সুলেখার চরিত্রে রয়েছেন অপরাজিতা আঢ্য । একজন কথা বলতে পারে না । অন্যজন কথকী । এই সনাতন আর সুলেখার রসায়ন জিৎ কীভাবে সাজিয়ে রেখেছেন তা জানার দিন আসন্ন । 23 এপ্রিল থেকে শুরু হবে ছবির শুটিং । সব ঠিক থাকলে এই বছরেই মুক্তি পাওয়ার সম্ভাবনা 'কথামৃত'র (Kaushik Aparajita in Kathamrita)।

আরও পড়ুন:Music Release of Kulpi : এবার এসে গেল পায়েল-প্রত্যয়ের নতুন ছবি 'কুলপি'র গান

কৌশিক গঙ্গোপাধ্যায়ের কোনও ছবিতে থাকা মানেই তা আলাদা মাত্রা পায় । তাই অফার আসতেই রাজি হয়ে যান অপরাজিতা আঢ্য । তিনি এই মুহূর্তে বেজায় ব্যস্ত মেগা সিরিয়াল 'লক্ষ্মীকাকিমা সুপারস্টার' নিয়ে । কৌশিক গঙ্গোপাধ্যায় অভিনীত ওয়েব ফিল্ম 'প্র‍্যাঙ্কেস্টাইন' মুক্তির পথে । মুক্তি পেয়েছে 'টিকটিকি'।

প্রসঙ্গত, ভিন্ন স্বাদের গল্প নিয়ে ছবি বানাতে ভালোবাসেন জিৎ । শেষ করেছেন 'গাড়ির যত্ন নিন' ছবির কাজ । জিৎ একদিকে যেমন পরিচালক অন্যদিকে তিনি অভিনেতা । একাধিক বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি ।

আরও পড়ুন:Sreetama Bhattacharya in Bengali serial : আবার ধারাবাহিকে ফিরছেন শ্রীতমা ভট্টাচার্য

'জালান প্রোডাকশন' দীর্ঘ দুই দশক পর ফিরছে প্রযোজনায় । নতুন শুরুয়াৎ বললেও ভুল বলা হয় না । অন্যান্য চরিত্রে রয়েছেন বিশ্বনাথ বসু, কাঞ্চন মল্লিক । ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন জিৎ দত্ত । ক্যামেরায় মধুরা পালিত । সঙ্গীতে অমিত-ঈশান, প্রসেন, রণজয় ভট্টাচার্য ।

ABOUT THE AUTHOR

...view details