পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Kaushik Ganguly New Movie: পুজোর আগেই আসছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'পালান', ছবি মুক্তির তারিখ জানালেন পরিচালক

Kaushik Ganguly: কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'পালান' মুক্তি পেতে চলেছে 22 সেপ্টেম্বর ৷ স্বাধীনতা দিবসে সোশাল মিডিয়ায় অনুরাগীগের সঙ্গে সেই খবর ভাগ করে নিয়েছেন পরিচালক ৷ স্বনামধন্য পরিচালক মৃণাল সেনের জন্মশতবার্ষিকীতে পরিচালক কৌশিকের শ্রদ্ধার্ঘ্য এই ছবি ৷

Etv Bharat
পুজোতেই আসছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'পালান'

By

Published : Aug 15, 2023, 9:53 PM IST

কলকাতা, 15 অগস্ট: 22 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'পালান'। স্বাধীনতা দিবসে সামাজিক মাধ্যমে এই খবর অনুরাগীদের জানিয়েছেন পরিচালক । 77তম স্বাধীনতা দিবসে ছবি মুক্তির দিন জানিয়ে ক্যাপশনে লিখেছেন, 'আত্মমর্যাদার স্বাধীনতা'।

কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের জন্মশতবার্ষিকীতে পরিচালক কৌশিকের শ্রদ্ধার্ঘ্য এই ছবি। মৃণাল সেন পরিচালিত ছবি 'খারিজ'-এর অনুপ্রেরণাতেই তৈরি হয়েছে 'পালান'। তা হলে 'পালান'-এ কী দেখবে দর্শক? 'খারিজ' ছবিতে কম বয়সি ভৃত্য পালানের দেহ পাওয়া গিয়েছিল রান্নঘরে । শোকার্ত বাবাকে শান্ত করার প্রচেষ্টা এবং এক মধ্যবিত্ত পরিবারের চরম স্বার্থপরতার চিত্র ফুটে উঠেছিল সেই ছবিতে। সেই পালানকে কেন্দ্রে রেখেই কৌশিকের ছবি 'পালান'।

উল্লেখ্য, রমাপদ চৌধুরীর উপন্যাস অবলম্বনে তৈরি হয় 'খারিজ'। সেটিকেই নতুন মোড়কে পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ৷ 'খারিজ'-এর মমতাশঙ্কর, অঞ্জন দত্ত, শ্রীলা মজুমদার রয়েছেন 'পালান' ছবিতেও। নতুন সংযোজন যিশু সেনগুপ্ত ও পাওলি দাম। তৎকালীন 'কান চলচ্চিত্র উৎসব'-এ স্পেশ্যাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছিল 'খারিজ'। 'পালান'-এর সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন নীল দত্ত। চিত্রগ্রহণের দায়িত্বে অপ্পু প্রভাকর এবং শিল্প নির্দেশনায় তন্ময় চক্রবর্তী, সম্পাদনায় শুভজিৎ সিংহ।

গত মে মাসে 'পালান'-এর প্রথম লুক প্রকাশ্যে এসেছিল। প্রমোদ ফিল্মস এবং দ্য বিগ ডে-র যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে পালান ছবিটি। প্রযোজনা সংস্থার তরফে ওই ঘোষণায় খুশি মৃণাল ভক্তরা। 1982 সালে মৃণাল সেন-এর 'খারিজ' ছবিটি মুক্তি পেয়েছিল ৷ অন্যদিকে, কৌশিক গঙ্গোপাধ্যায় গাঙ্গুলি পরিচালিত মুক্তিপ্রাপ্ত ছবি 'অর্ধাঙ্গিনী' বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। দশম সপ্তাহ পার করেও বেশ কিছু প্রেক্ষাগৃহে আজও চলছে এই ছবি। চূর্ণি গঙ্গোপাধ্যায়, জয়া এহসান, কৌশিক সেন, অম্বরীশ ভট্টাচার্য অভিনীত এই ছবি দর্শকমনে দাগ কাটে ৷ বিশেষ করে মুখোমুখি জয়া ও চূর্ণির তুখোড় অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের ৷

আরও পড়ুন: বলিউডে দেশপ্রেম,মুক্তির অপেক্ষায় একাধিক দেশাত্মবোধক ছবি

ABOUT THE AUTHOR

...view details