মুম্বই, 9 ডিসেম্বর: ভিকি-ক্যাটরিনা গাঁটছড়া বাঁধার পর ইতিমধ্য়েই একবছর পূর্ণ হয়ে গিয়েছে ৷ প্রথম বিবাহবার্ষিকীতে একে অপরকে শুভেচ্ছা জানালেন ভি-ক্যাট ৷ শুরু থেকেই এই জুটিকে ভীষণ পছন্দ করেন নেটিজেনরা ৷ তাঁদের প্রতিটি পোস্ট এবং কর্মকাণ্ড নিয়ে চর্চা শুরু করেন ফ্য়ানরা ৷ শুক্রবার প্রথম বিবাহবার্ষিকীতে স্বামী ভিকির কিছু অদেখা ছবি এবং একটি হাস্য়কর ভিডিয়ো শেয়ার করলেন ক্য়াটরিনা (Vicky Kaushal and Katrina Kaif ) ৷
ভিকির যে ভিডিয়োটি এদিন শেয়ার করেছেন ক্য়াটরিনা সেখানে দেখা যায় ভিকি মেতে উঠেছেন ভাংড়া নৃত্যে ৷ ব্যাকগ্রাউন্ডে চলছে একটি রোমান্টিক গান ৷ ভিডিয়োটির কমেন্টেবক্স ইতিমধ্য়েই বইতে শুরু করেছে মন্তব্যের সুনামি ৷ পোস্টটি শেয়ার করে ক্যাটরিনা লিখেছেন, 'আমার উজ্জ্বল আলোকরশ্মি, প্রথম বছরের শুভেচ্ছা...' ৷ একই সঙ্গে একটি লাভ ইমোজিও শেয়ার করেছেন তিনি ৷ শ্বেতা বচ্চন, মিনি মাথুর, ভিকির বাবা শাম কৌশল-সহ আরও অনেকেই এই পোস্টের নীচে এই তারকা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন (Vicky Kaushal and Katrina Kaif wedding anniversary) ৷