মুম্বই, 16 জুলাই: রবিবার চল্লিশে পা দিলেন বলি কুইন ক্যাটরিনা কাইফ ৷ জন্মদিনের আগেই স্ত্রী'কে নিয়ে বেটার-হাফ ভিকি কৌশল যে শহর ছেড়েছেন, তা গতকালই টের পাওয়া গিয়েছিল ৷ শহরের কোলাহল থেকে অনেকটা দূরে গিয়ে স্ত্রী'র জন্মদিন একসঙ্গে উদযাপন করছেন ভিকি। শনিবার মুম্বই বিমানবন্দরে সেলেব দম্পতিকে একসঙ্গে দেখা গিয়েছিল ৷ তবে যেখানেই বেড়াতে যান না কেন, স্ত্রী'র জন্মদিনে সেই হলিডে ডেস্টিনেশেনের ছবি ভিকি কৌশল ইনস্টাগ্রামে শেয়ার করলেন ৷ সেইসঙ্গে বিয়ের পর দ্বিতীয়বার বউয়ের জন্মদিনে উদযাপনে আবেগঘন পোস্ট করলেন ৷ লিখলেন, 'তোমার বিস্ময়ে মুগ্ধ হই...প্রতিদিন ৷ শুভ জন্মদিন ভালোবাসা ৷'
বি-টাউনের হ্যাপি ম্যারেড কাপলদের মধ্যে অন্যতম ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ ৷ এদিনে ভিকির শোয়ার করা ছবিতে তাঁদের একে অপরের বাহুডোরে থাকতে দেখা গিয়েছে ৷ সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিতে ভিকির পরনে ছিল আকাশি রঙা শার্ট, ক্যাটরিনা খোলা চুলে পরেছিলেন হলুদ রঙের পোশাক ৷ এদিন অনুষ্কা শর্মা থেকে করিনা কাপুর ও অন্যান্য বলি সেলেবরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এই জুটিকে। বলি ডিভাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন ভক্তরাও ৷ তবে সুন্দরী স্ত্রীকে নিয়ে হ্যান্ডসাম ভিকি কোন মুলুকে রয়েছেন, তা এখন অজানা ৷