পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'মেরি ক্রিসমাস' মাস্টারপিস, ক্যাটরিনা-বিজয়ের অভিনয়ে মুগ্ধ নেটিজেনরা

Merry Christmas Review: মুক্তি পেয়েছে ক্যাটরিনা কাইফ ও বিজয় সেতুপথি অভিনীত 'মেরি ক্রিসমাস' ৷ ক্রাইম থ্রিলারে ভরপুর এই ছবি কতটা চমক দিল, সোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া নেটিজেনদের ৷

Etv Bharat
ক্যাটরিনা-বিজয়ের অভিনয়ে মুগ্ধ নেটিজেনরা

By ETV Bharat Bangla Team

Published : Jan 12, 2024, 1:44 PM IST

হায়দরাবাদ, 12 জানুয়ারি: শ্রীরাম রাঘবন পরিচালিত ক্রাইম থ্রিলার 'মেরি ক্রিসমাস' অবশেষে হাজির সিনেপর্দায় ৷ প্রথম দিনেই নেটিজেনদের প্রশংসা ছবির বক্সঅফিসে বাড়াচ্ছে প্রত্যাশা ৷ যদি আপনি এই ছবি দেখার পরিকল্পনা করে থাকেন, তাহলে জেনে নিতে পারেন কী বলছেন ফিল্ম ক্রিটিক থেকে নেটিজেনরা ৷

তরণ আদর্শ এই ছবি সম্পর্কে সোশাল মিডিয়ায় লেখেন, "এক কথায় মেরি ক্রিসমাস ছবির গল্প আকর্ষনীয় ৷ ছবির পরতে পরতে রয়েছে রোমাঞ্চ ৷ একাধিক টুইস্ট চমকে দেবে আপনাদের ৷ পরিচালক শ্রীরাম রাঘবন একটা মাস্টারস্ট্রোক ছবি উপহার দিয়েছেন ৷ বিনোদনের পাশাপাশি এই ছবি আপনাকে ভাবাতে বাধ্য করবে ৷"

তিনি আরও লেখেন, "বিজয় সেতুপথির অভিনয় অনবদ্য ৷ এই ছবিতে ক্যাটরিনাকে অন্যরকমভাবে খুঁজে পাবেন দর্শক ৷ বিনয় পাঠক ও সঞ্জয় কাপুর তাঁদের চরিত্রগুলি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন পর্দায় ৷ তবে ছবিটা ধীর গতির ৷ ইম্প্যাক্ট আরও একটি বেশি হতে ভালো হত ৷"

'জওয়ান' খ্যাত পরিচালক অ্যাটলিও সোশাল মিডিয়ায় এই ছবির প্রশংসা করেছেন ৷ তিনি লিখেছেন, "মেরি ক্রিসমাস লেখার জন্য আমি অপেক্ষায় ছিলাম ৷ আমার মতে অসাধারণ থ্রিলারকে সামনে রেখে একটা সুন্দর প্রেমের গল্প এই ছবি ৷ বিজয় তুমি দেখার মতো ৷ আর ক্লাইম্যাক্স দৃশ্যে তোমার অভিনয় গায়ে কাঁটা দেয় ৷ তুমি এইভাবে অনুপ্রাণিত করে চলো সকলকে ৷ ক্যাটরিনা তোমার কাজও দুর্দান্ত ৷ শ্রীরাম রাঘবন একটা ক্লাসিক ছবি বানিয়েছেন ৷"

ছবির প্রশংসা করেছেন অভিনেতা ভিকি কৌশলও ৷ তিনি সোশাল মিডিয়ায় লেখেন, "অসাধারণ মেরি ক্রিসমাস ৷" এরপর ক্যাটরিনার উদ্দেশ্যে তিনি লেখেন, "তোমার জন্য গর্ববোধ করছি ৷ এত সুন্দর করে শ্রীরাম স্যারের মাস্টারফুল গল্পে নিজেকে মেলে ধরেছ মারিয়ার চরিত্রে তা এক কথায় অনবদ্য ৷ এখনও পর্যন্ত কেরিয়ারের সেরা অভিনয় উপহার দিয়েছ তুমি ৷" বিজয় সেতুপথির উদ্দেশ্যে ভিকি লেখেন, "স্যার, আপনি কী করে নিজের চরিত্রে শিশুসুলভ সত্ত্বা তুলে ধরলেন জানতে ইচ্ছা করছে ৷ তবে আপনার মধ্য দিয়ে অ্যালবার্টকে দেখে আমি মুগ্ধ ৷"

অনুরাগীদের মতেও এই ছবি মাস্টারপিস ৷ 'অন্ধাধুন', 'বদলাপুর'-এর মতো 'মেরি ক্রিসমাস' দর্শকদের চমকে দেবে ৷ শুধু অভিনয় নয়, গল্প বলার ধরনেও রয়েছে রোমাঞ্চ, যা বিনোদনের মাত্রা বাড়িয়ে দেবে ৷ সবমিলিয়ে মুক্তির প্রথম দিনেই 'মেরি ক্রিসমাস' জায়গা করে নিয়েছে দর্শক মনে ৷

আরও পড়ুন:

1. 'ট্রল হওয়ার ভয় পেয়েছিলাম', 'মেরি ক্রিসমাস' মুক্তির আগে বলিউড জার্নি নিয়ে মুখ খুললেন বিজয়

2.সিনেপর্দায় হিংস্রতা! বিপথে নিয়ে যাচ্ছে যুবসমাজকে? উত্তর খুঁজল ইটিভি ভারত

3.'খারাপ সময় অনেক শিক্ষা দিয়েছে'- ঘুরে দাঁড়ানোর লড়াই নিয়ে মুখ খুললেন বাদশা

ABOUT THE AUTHOR

...view details