মুম্বই, 3 জুলাই:প্রেক্ষাগৃহে চুটিয়ে রাজ করছে কার্তিক-কিয়ারা জুটির নতুন ছবি 'সত্যপ্রেম কি কথা' ৷ তরণ আদর্শের মতো অনেক সমালোচকই জানিয়েছিলেন সাধারণ মধ্যবিত্ত পরিবারের এই গল্পটি ছুঁয়ে যাবে দর্শকের মন ৷ আবার অনেকে মন্তব্য করেছিলেন, এই গল্পটি বড় বেশি আঞ্চলিকতা দোষে দুষ্ট ৷ তাই হয়তো সারা দেশের অনুরাগীদের মন জিততে পারবে না ৷ কিন্তু দর্শকের মন যে ভালোই জয় করেছে 'সত্যপ্রেম কি কথা' তার প্রমাণ মিলেছে চার দিনের বক্স অফিস কালেকশনেই ৷ ইতিমধ্যেই বাজেটের প্রায় অর্ধেক টাকা ঘরে তুলে ফেলেছে এই ছবি ৷ এবার দর্শকদের চমকে দিতে সোজা সিনেমা হলে পৌঁছে গেলেন কিয়ারা-কার্তিক ৷ কী হল তারপর?
কিয়ারা আদবানি-কার্তিক আরিয়ান জুটি দর্শকের কাছে জনপ্রিয় হয়ে ওঠে গতবছর ৷ 'ভুল ভুলাইয়া 2' ছবিতে তাঁদের রসায়ন রীতিমতো নজর কেড়েছিল অনুরাগীদের ৷ এবারও 'সত্যপ্রেম কি কথা' ছবিতে পরিচালক জোর দিয়েছেন তাঁদের রসায়ণের উপরেই ৷ আর সেই বোঝাপড়া কাজও করেছে ভালোই ৷ এবার দর্শকের চমক দিতে একসঙ্গে মুম্বইয়ের একটি প্রেক্ষাগৃহে হাজির হন পর্দার কথা এবং সত্তু ৷ ছবি শেষ হওয়ার ঠিক পরেই হলে প্রবেশ করেন তাঁরা ৷ কিয়ারা নিজেই শেয়ার করেছেন তাঁদের এই ঝটিকা সফরের ভিডিয়ো ৷