পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Satya Prem Ki Katha Teaser: 'শেহজাদা' ক্ষতে প্রলেপ দেবে কার্তিকের 'সত্য প্রেম কি কথা'? প্রকাশ্যে টিজার - সত্য প্রেম কি কথা

ফের রোম্যান্টিক মেজাজে কিায়ারা-কার্তিক ৷ মুক্তি পেল 'সত্য প্রেম কি কথা'র টিজার ৷

Satya Prem Ki Katha Teaser Out
মুক্তি পেল সত্য প্রেম কি কথার টিজার

By

Published : May 18, 2023, 12:41 PM IST

Updated : May 18, 2023, 2:10 PM IST

মুম্বই, 18 মে: মুক্তি পেল কার্তিক-কিয়ারার নতুন ছবি 'সত্য়প্রেম কি কথা'র টিজার ৷ বৃহস্পতিবার সকালে তাঁর বহু প্রতিক্ষীত ছবির ঝলক সকলের সঙ্গে শেয়ার করেছেন কিয়ারা-কার্তিক ৷ কিয়ারা আদবানি এবং কার্তিক আরিয়ান এর আগে জুটি বেঁধেছিলেন 'ভুল ভুলাইয়া 2' ছবিতে ৷ আর সেই ছবিতে তাঁদের রোম্যান্টিক কেমিষ্ট্রি রীতিমতো নজর কেড়েছিল সকলের ৷ এবার ফের একবার রোম্যান্টিক অবতারে পর্দায় ফিরতে চলেছেন এই তারকা জুটি ৷

'সত্য়প্রেম কি কথা'র প্রযোজনার দায়িত্বে রয়েছে নমঃ পিকচার্স এবং সাজিদ নাদিয়াদওয়ালার ব্যানার নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট ৷ আর ছবিটির পরিচালনা করেছেন জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক সমীর বিদ্যান ৷ ছবির টিজারটি শেয়ার করে বৃহস্পতিবার কার্তিক লিখেছেন, "আশু উসকে হো পর আঁখে মেরা হো..." অর্থাৎ চোখের জল ওর হলেও চোখ আমার হোক ৷

এই ছবি নিয়ে আলোচনা চলেছে অনেকদিন ধরেই ৷ ছবির নামও ইতিমধ্য়েই বদল করেছেন নির্মাতারা ৷ আগে ছবিটির নাম ছিল 'সত্য় নারায়ণ কি কথা' ৷ পরে তা বদলে রাখা হয় 'সত্য়প্রেম কি কথা' ৷ ছবির যে ঝলক সামনে এসেছে তাতে প্রথমেই দেখা যায় কিয়ারা এবং কার্তিকের একটি বিয়ের দৃশ্য় ৷ রয়েছে তাঁদের রোম্যান্টিক মুহূর্তের বেশকিছু ঝলক ৷ মানসিক টানাপোড়েন, বিরহ আর প্রেমই যে ছবির মূল বিষয় হতে চলেছে তা বলাই বাহুল্য ৷

ছবিতে আর কাদের দেখা যাবে তা অবশ্য় এখনও জানা যায়নি ৷ তবে টিজার দেখে বুঝে নিতে কোনও অসুবিধা হয় না যে এই ছবি হতে চলেছে কিয়ারা-কার্তিকময় ৷ বিয়ের পর এই ছবির হাত ধরেই পর্দায় ফিরবেন সিদ্ধার্থ-পত্নী ৷ আর অন্য়দিকে 'শেহজাদা'র বক্স অফিস ব্যার্থতা ভুলে 'সত্য়প্রেম কি কথা' দিয়ে আবার নতুন সফর শুরু করতে চাইবেন কার্তিক ৷ 'সত্য়প্রেম কি কথা' ছবিটি পর্দায় মুক্তি পাবে আগামী 29 জুন ৷

আরও পড়ুন:তেলুগু ছবিতে নায়িকার ভূমিকায়, অভিজ্ঞতা কেমন? জানালেন বঙ্গললনা প্রিয়াঙ্কা

Last Updated : May 18, 2023, 2:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details