মুম্বই, 4 জুলাই:কার্তিক আরিয়ান এখন রয়েছেন কেরিয়ারের সেরা ফর্মে ৷ সাম্প্রতিক অতীতে 'ভুল ভুলইয়া 2' ছবির বিপুল সাফল্যের পর 'শেহজাদা' বক্স অফিসে তেমন জায়গা করতে পারেনি ঠিকই কিন্তু ওটিটিতে দারুণ সফল হয় সেই ছবিও ৷ তাঁর শেষ ছবি 'সত্য়প্রেম কি কথা'ও দুরন্ত পারফরম্যান্স করছে বক্স অফিসে ৷ পাঁচ দিন যেতে না যেতে 42 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি ৷ অনেকেই মনে করছেন এই সপ্তাহের মাঝামাঝি 50 কোটির ক্লাবেও ঢুকে পড়বে এই ছবি ৷ এরই মাঝেই তাঁর নতুন ছবির নাম এবং মুক্তির দিনক্ষণও ঘোষণা করলেন কার্তিক আরিয়ান ৷
কার্তিক যে এবার জুটি বাঁধতে চলেছেন কবীর খানের সঙ্গে সে খবর সামনে এসেছিল আগেই ৷ এবার সামনে এল তাঁর এই নতুন ছবির নাম এবং মুক্তির তারিখ ৷ মঙ্গলবার ছবির একটি পোস্টার শেয়ার করেছেন অভিনেতা ৷ পোস্টারেই জানানো হয়েছে, ছবির নাম 'চান্দু চ্যাম্পিয়ান' ৷ ছবিটি তৈরি হতে চলেছে এমন একটি মানুষের জীবন কাহিনি ঘিরে যিনি কখনও না বলতে জানেন না ৷