হায়দরাবাদ, 3 মে :ইতিমধ্যেই দর্শকমহলে যথেষ্ট কৌতুহল জাগিয়ে তুলেছে কার্তিক আরিয়ানের আসন্ন ছবি 'ভুল ভুলাইয়া 2' ৷ এবার সামনে এল এই ছবির টাইটেল ট্র্যাক (Bhool Bhulaiyaa 2 Title Track Release) ৷ সোমবার বিকেলে ছবির এই নতুন গানটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন পর্দার রুহ বাবা ৷ এই গানে কন্ঠ দিয়েছেন নীরজ শ্রীধর ৷ সুরটি রিক্রিয়েট করেছেন তানিস্ক বাগচী ৷
নিজের ইনস্টাগ্রামে গানটির ভিডিয়ো শেয়ার করে এদিন আরিয়ান লেখেন, "রুহ বাবার সঙ্গে জিগজ্যাগ স্টেপ করুন !! মুক্তি পেল 'ভুল ভুলাইয়া 2' ছবির টাইটেল ট্র্য়াক ৷" ছবিটি অবশ্য পর্দায় আসতে চলেছে 20 মে ৷ তবে এই গানটি এখন থেকেই দর্শকদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে ৷ ঠিক যেভাবে 'ভুল ভুলাইয়া' ছবির টাইটেল ট্র্যাকও সাড়া ফেলেছিল শ্রোতা মহলে ৷ এই ছবিতে কিয়ারা আদবাণীর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন কার্তিক ৷