মুম্বই, 4 মে:কার্তিক আরিয়ানের শেহজাদা রীতিমতো মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে ৷ এই ছবিই যে ওটিটি-তে এভাবে ঘুরে দাঁড়াবে তা কী কেউ জানতো ৷ মুক্তির পর থেকে টানা কুড়ি দিন নেটফ্লিক্সে সেরা দশটি নন-ইংলিশ ছবির তালিকায় রয়েছে এই ছবি ৷ এই ছবি তিন সপ্তাহ আগেই মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে ৷ তারপর থেকেই দর্শকদের আগ্রহ তুঙ্গে উঠেছে এই ছবি নিয়ে ৷ 'ভুলভুলাইয়া 2' ছবির মারাত্মক সাফল্যের পর এই ছবির ব্যর্থতা দেখে প্রমাদ গুনেছিলেন কার্তিক অনুরাগীদের অনেকেই ৷ কিন্তু ওটিটিতে সাড়া ফেলল এই ছবিটি ৷
এই নিয়ে কথা বলতে গিয়ে কার্তিক বলেন, "আমার জন্য 'শেহজাদা' একটি ভীষণ স্পেশাল ছবি ৷ আমি সত্যিই খুশি যে নেটফ্লিক্সে ছবিটি আশ্রয় খুঁজে পেয়েছে ৷ এটা দেখে ভালো লাগছে যে বিশ্বব্যাপী দর্শক এই ছবিটিকে ভালোবাসা দিচ্ছে এবং এই ভালোবাসা ছবিটির প্রাপ্য় ছিল ৷ মুক্তির পর প্রায় 20 দিন কেটে গিয়েছে ছবিটা বিশ্বব্য়াপী ট্রেন্ড করছে ৷ আর এই ভালোবাসা দেখে আমি সত্যিই মুগ্ধ ৷"