পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Kartik Shehzaada on OTT: বক্স অফিসে ব্যর্থ, ওটিটিতে সেরা দশে কার্তিকের 'শেহজাদা' - সেরা দশে কার্তিকের শেহজাদা

বক্স অফিসে মুখ থুবড়ে পরলেও নেটফ্লিক্সে রীতিমতো দর্শকের মন জয় করল কার্তিকের 'শেহজাদা' ৷ ডিজিটালে মুক্তির তিন সপ্তাহ পরেও নন-ইংলিশ ছবির 'সেরা দশ'-এর তালিকায় ট্রেন্ডে রয়েছে এই ছবি ৷

Kartik Shehzaada on OTT
ওটিটিতে সেরা দশে কার্তিকের শেহজাদা

By

Published : May 4, 2023, 6:11 PM IST

মুম্বই, 4 মে:কার্তিক আরিয়ানের শেহজাদা রীতিমতো মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে ৷ এই ছবিই যে ওটিটি-তে এভাবে ঘুরে দাঁড়াবে তা কী কেউ জানতো ৷ মুক্তির পর থেকে টানা কুড়ি দিন নেটফ্লিক্সে সেরা দশটি নন-ইংলিশ ছবির তালিকায় রয়েছে এই ছবি ৷ এই ছবি তিন সপ্তাহ আগেই মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে ৷ তারপর থেকেই দর্শকদের আগ্রহ তুঙ্গে উঠেছে এই ছবি নিয়ে ৷ 'ভুলভুলাইয়া 2' ছবির মারাত্মক সাফল্যের পর এই ছবির ব্যর্থতা দেখে প্রমাদ গুনেছিলেন কার্তিক অনুরাগীদের অনেকেই ৷ কিন্তু ওটিটিতে সাড়া ফেলল এই ছবিটি ৷

এই নিয়ে কথা বলতে গিয়ে কার্তিক বলেন, "আমার জন্য 'শেহজাদা' একটি ভীষণ স্পেশাল ছবি ৷ আমি সত্যিই খুশি যে নেটফ্লিক্সে ছবিটি আশ্রয় খুঁজে পেয়েছে ৷ এটা দেখে ভালো লাগছে যে বিশ্বব্যাপী দর্শক এই ছবিটিকে ভালোবাসা দিচ্ছে এবং এই ভালোবাসা ছবিটির প্রাপ্য় ছিল ৷ মুক্তির পর প্রায় 20 দিন কেটে গিয়েছে ছবিটা বিশ্বব্য়াপী ট্রেন্ড করছে ৷ আর এই ভালোবাসা দেখে আমি সত্যিই মুগ্ধ ৷"

রোহিত ধাওয়ান পরিচালিত এই ছবিতে কার্তিক ছাড়াও রয়েছেন কৃতি শ্যানন, পরেশ রাওয়াল, মনীষা কৈরালা এবং রনিত রায় ৷ আল্লু অর্জুনের দক্ষিণী ছবি 'আলা বৈকুণ্ঠাপুরামলু' ছবির অফিশিয়াল হিন্দি রিমেক এই ছবি ৷ অর্থাৎ এই ছবি কোনও মৌলিক কাহিনি থেকে তৈরি হয়নি ৷ তবে দর্শকের এই ছবি নিয়ে আগ্রহ দেখেই বোঝা যায় তাঁদের মন ছুঁতে পেরেছেন কার্তিক ৷

এই বছর কার্তিকের প্রথম মুক্তি পাওয়া ছবি ছিল 'শেহজাদা' ৷ আগামীতে তিনি কিয়ারা আদবানির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন 'সত্য প্রেম কি কথা' ছবিতে ৷ এর আগে 'ভুলভুলাইয়া 2' ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন এই তারকা জুটি ৷ তাঁদের কেমিস্ট্রি খুবই পছন্দ করেছিলেন দর্শকরা ৷ এছাড়া বিভিন্ন সংবাদমাধ্য়মের খবর অনুযায়ী আগামীতে কবির খানের ছবিতেও দেখা যাবে তাঁকে ৷

আরও পড়ুন:কেরালা স্টোরি নিয়ে বিতর্কের মাঝে ভিডিয়ো পোস্টে কী বার্তা দিলেন রহমান ?

ABOUT THE AUTHOR

...view details