হায়দরাবাদ, 1 জুলাই: 'ভুল ভুলাইয়া 2' ছবির পর থেকেই অনুরাগীদের হার্টথ্রব হয়ে উঠেছেন কার্তিক আরিয়ান-কিয়ারা আদবানি ৷ তাঁদের নতুন ছবির জন্য় বেশ কিছুদিন ধরেই অপেক্ষা করে ছিলেন অনুরাগীরা ৷ বৃহস্পতিবার মুক্তি পেয়েছিল তাঁদের নতুন ছবি 'সত্যপ্রেম কি কথা' ৷ তারপর থেকে বক্স অফিসে শোরগোল ফেলেছে এই ছবি ৷ সমীর বিদ্যান পরিচালিত এই ছবিটি বক্স অফিসে প্রথম দিনেই আয় করেছিল 9.25 কোটি টাকা ৷ দ্বিতীয় দিনে অবশ্য একটু পড়ল ব্যবসা ৷
ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের মতে, সারা দেশ জুড়ে দ্বিতীয় দিনে 7.20 কোটি টাকা আয় করল এই ছবি ৷ ব্যবসা আপাতত একটু পড়লেও শনিবার ও রবিবারে এই ছবি ঘুরে দাঁড়াবে বলেই মনে করছেন সিনে বিশ্লেষকরা ৷ 'সত্যপ্রেম কি কথা' নিয়ে মিশ্র প্রতিক্রিয়াই দিয়েছেন বিশেষজ্ঞরা ৷ তরণ আদর্শের মতো অনেক সমালোচকের কাছে যেমন এই ছবি ছিল দারুণ তেমনই কেউ কেউ আবার বড় বেশি আঞ্চলিকতা দোষে দুষ্ট এই ছবি ৷