মুম্বই, 5 সেপ্টেম্বর:অভিনেতা কার্তিক আরিয়ান এখন রীতিমতো সুপার ফর্মে রয়েছেন ৷ এবার 'আশিকি 3' ছবিতেও মুখ্যভূমিকায় দেখা যাবে এই নায়ককে(Kartik Aaryan in Aashiqui 3) ৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুরাগ বসু(Kartik Aaryan Anurag Basu Aashiqui 3 ) ৷ তবে 'আশিকি'-র এই নতুন পর্বে প্রধাণ নারী চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে অবশ্য এখনও মুখ খোলেননি নির্মাতারা ৷
এই ধরণের একটি সুপারহিট ছবির সিক্য়ুয়ালে কাজের সুযোগ পেয়ে রীতিমতো উৎফুল্ল কার্তিক আরিয়ান(Kartik Anurag New Film Aashiqui 3) ৷ অভিনেতা বলেন, "চিরকালীন একটি ক্লাসিক আশিকি। এটা এমন একটি সিরিজ যা দেখতে দেখতে আমি বড় হয়েছি ৷ তাই আশিকি 3-তে(Aashiqui 3) কাজ করার সুযোগ আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো ৷ ভূষণ কুমার এবং মুকেশ ভাটের সঙ্গে কাজ করার সুযোগ সত্যিই খুব কৃতজ্ঞ বোধ করছি ৷ আমি অনুরাগ বসুর কাজের একজন বড় ভক্ত ছিলাম আর তাঁর সঙ্গেই এই কাজ শুরু করতে পেরে আমার জন্য নিশ্চই আরও অনেক দিক খুলে দেবে ৷ "