হায়দরাবাদ, 9 এপ্রিল: বলিউড দিভা করিনা কাপুর খান রবিবারটা কাটিয়েছেন সন্তান ও পরিবারের সঙ্গে । ইস্টার উপলক্ষ্যে জমে গিয়েছিল এই দিনের পারিবারিক পার্টি । মিষ্টি সেই মুহূর্তের ছবি করিনা শেয়ার করেছেন সোশাল মাধ্যমে । দুই ছেলে তৈমুর, জেহ-এর সঙ্গে স্বামী সইফ আলি খান ৷ ওদিকে কুণাল খেমু ও সোহা আলি খানের মেয়ে ইনায়াকেও দেখা গিয়েছে ছবিতে । মুম্বইয়ের বাড়িতে ইস্টার সেলিব্রেশনে কচিকাচাদের সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন করিনা । ইনস্টাগ্রামে করিনা ইস্টার উদযাপনের বেশ কিছু ছবি শেয়ার করেছেন । বোন করিশ্মা কাপুর ও সইফ আলি খানের বোন সোহা আলি খান ও তাঁর স্বামী কুণাল খেমুকে বাড়িতে ডেকে মিলিতভাবে আয়োজন করেছিলেন খাওয়া-দাওয়ার এই অনুষ্ঠানের ।
স্পেশাল কাটানো সেই সময়ের ছবি দিয়ে ক্যাপশনে করিনা লিখেছেন, "আমার ইস্টার বানিস । সবাইকে ইস্টারের অনেক শুভেচ্ছা । ভালোবাসার গুপ্তধনের খোঁজ চলতে থাকুক সবসময় ।" ছবিতে দেখা গিয়েছে তৈমুর, জেহ, ইনায়া ও সইফ আলি খান তিনজনেই খরগোশ আঁকা একধরনের কাগজের টুপি পরেছেন । অনুরাগীরা এই ছবি দেখার পরেই কমেন্ট বক্সে শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন । পাশাপাশি করিশ্মা কাপুর ও মালাইকা অরোরা মিষ্টি খুদেদের ছবিতে ভালোবাসা জানিয়েছেন ।