পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Kareena Kapoor Family Time: পরিবারের সঙ্গে ইস্টার উদযাপন করিনার, ছবি প্রকাশ্যে আসতেই আপ্লুত অনুরাগীরাও - পরিবারের সঙ্গে ইস্টার উদযাপন করিনার

ইস্টারের দিনে নিজের পরিবারের সঙ্গে সময় কাটালেন অভিনেত্রী করিনা কাপুর খান । ছেলে ও স্বামীর সঙ্গে কাটানো ইস্টার উদযাপনের মুহূর্ত শেয়ার করেন সোশাল মাধ্যমে ।

Kareena Kapoor Family Time
পরিবারের সঙ্গে ইস্টার উদযাপন করিনার

By

Published : Apr 9, 2023, 9:14 PM IST

হায়দরাবাদ, 9 এপ্রিল: বলিউড দিভা করিনা কাপুর খান রবিবারটা কাটিয়েছেন সন্তান ও পরিবারের সঙ্গে । ইস্টার উপলক্ষ্যে জমে গিয়েছিল এই দিনের পারিবারিক পার্টি । মিষ্টি সেই মুহূর্তের ছবি করিনা শেয়ার করেছেন সোশাল মাধ্যমে । দুই ছেলে তৈমুর, জেহ-এর সঙ্গে স্বামী সইফ আলি খান ৷ ওদিকে কুণাল খেমু ও সোহা আলি খানের মেয়ে ইনায়াকেও দেখা গিয়েছে ছবিতে । মুম্বইয়ের বাড়িতে ইস্টার সেলিব্রেশনে কচিকাচাদের সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন করিনা । ইনস্টাগ্রামে করিনা ইস্টার উদযাপনের বেশ কিছু ছবি শেয়ার করেছেন । বোন করিশ্মা কাপুর ও সইফ আলি খানের বোন সোহা আলি খান ও তাঁর স্বামী কুণাল খেমুকে বাড়িতে ডেকে মিলিতভাবে আয়োজন করেছিলেন খাওয়া-দাওয়ার এই অনুষ্ঠানের ।

স্পেশাল কাটানো সেই সময়ের ছবি দিয়ে ক্যাপশনে করিনা লিখেছেন, "আমার ইস্টার বানিস । সবাইকে ইস্টারের অনেক শুভেচ্ছা । ভালোবাসার গুপ্তধনের খোঁজ চলতে থাকুক সবসময় ।" ছবিতে দেখা গিয়েছে তৈমুর, জেহ, ইনায়া ও সইফ আলি খান তিনজনেই খরগোশ আঁকা একধরনের কাগজের টুপি পরেছেন । অনুরাগীরা এই ছবি দেখার পরেই কমেন্ট বক্সে শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন । পাশাপাশি করিশ্মা কাপুর ও মালাইকা অরোরা মিষ্টি খুদেদের ছবিতে ভালোবাসা জানিয়েছেন ।

উল্লেখ্য, বেশ কিছু ছবির কাজ নিয়ে এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন করিনা । কমেডি ড্রামা ছবি 'দ্য ক্রু'-তে তাঁকে দেখা যাবে কৃতি শ্যানন ও টাবুর সঙ্গে । পরিচালক রাজেশ কৃশান । ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে তিন মহিলাকে কেন্দ্র করে । যাঁরা কাজ করেন এয়ারলাইন্সে । জীবনে এগিয়ে যাওয়ার জন্য তাঁরা অনেক কিছু করেন ৷ কিন্তু নানা অপ্রত্যাশিত ঘটনার সঙ্গে জড়িয়ে পড়তে থাকেন । তারপর কীভাবে সেই মিথ্যার বেড়াজাল থেকে বেরিয়ে আসেন তাঁরা, তাই নিয়েই এগিয়েছে গল্প । বালাজি মোশন পিকচার্স ও অনিল কাপুর প্রোডাকশন হাউজ ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে ।

আরও পড়ুন: বুড়ো হাড়ে ভেলকি! মাইনাস 110 ডিগ্রিতে অনিল কাপুরের ওয়ার্কআউট ভিডিয়ো ভাইরাল

এছাড়াও করিনা শেষ করেছেন নিজের প্রোডাকশনে তৈরি প্রথম ছবি 'দ্য বাকিংহাম মার্ডার্স'-এর শুটিং । হানশল মেহতা পরিচালিত এই ছবিতে গোয়েন্দার চরিত্রে দেখা যাবে করিনাকে । সুজয় ঘোষের পরিচালনায় তাঁকে দেখা যাবে 'দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স'-এর হিন্দি অ্যাডাপশনে । এছাড়াও একটি রেডিয়োতে 'হোয়াট ওম্যান ওয়ান্ট' বলে একটি শোয়ে সঞ্চালনার কাজে দেখা যাচ্ছে করিনা কাপুর খানকে । বিভিন্ন সেলেবদের ইন্টারভিউ নিয়ে এই শো জনপ্রিয়তা লাভ করেছে ।

ABOUT THE AUTHOR

...view details