হায়দরাবাদ, 5 মার্চ: রবিবার 22-এ পা দিলেন সঈফ আলি খানের বড় ছেলে ইব্রাহিম ৷ জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে ভুললেন না বলিউড অভিনেত্রী তথা সঈফের দ্বিতীয় পক্ষের স্ত্রী করিনা কাপুর খান (Bollywood actress Kareena Kapoor Khan) ৷ এদিন ইনস্টাগ্রামে তাঁদের সম্প্রতি তোলা একটি পারিবারিক ছবি পোস্ট করে অমৃতা সিংয়ের ছেলেকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন করিনা ৷ পোস্টে মোস্ট হ্যান্ডসম বয় অর্থাৎ সবচেয়ে সুদর্শন ছেলে বলে ইব্রাহিমকে অভিহিত করলেন সঈফ-ঘরণি ৷
করিনা ইনস্টাগ্রামে ইব্রাহিমকে ট্যাগ করে লেখেন, "সবচেয়ে মিষ্টি এবং সুদর্শন ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা।" অভিনেত্রী একটি গোলাপি হার্ট ইমোটিকন-সহ ছবিটি আপলোড করেছেন ৷ যেখানে 'লাভ ইউ' লেখা রয়েছে । ছবিটি গত বছর মুম্বইয়ে তাদের বাড়িতে সঈফের জন্মদিনে তোলা হয়েছিল। করিনা ছবিটিকে কিছুটা এডিট করে ইব্রাহিমের মাথায় নীল রঙের জন্মদিনের টুপি জুড়ে দেন ।
বলিউড ডিভার শেয়ার করা এই ছবিতে ইব্রাহিমের সঙ্গে বাবা সঈফকে ডান পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে । শুধু তাঁরা দুজন নন, করিনার দুই ছেলে তৈমুর (5) এবং জেহ (2)কে সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে ৷ যাদের ধরে রেখেছে ইব্রাহিম । আর তাদের সামনে রাখা একটি কফি টেবিল ৷ যার মধ্যে সাজানো জন্মদিনের কেক ৷ সম্ভবত এটি তাঁদের বসার ঘরে তোলা ।