পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Kareena on Saif বিশ্বের সেরা পুরুষ সইফই, স্বামীর জন্মদিনে লিখলেন করিনা - করিনার কাছে বিশ্বের সেরা পুরুষ সইফই স্বামীর জন্মদিনে লিখলেন অভিনেত্রী

বলি তারকা সইফ আলি খান মঙ্গলবার তাঁর 52তম জন্মদিন উদযাপন করছেন ৷ স্বামীর জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা বার্তা জানালেন করিনা কাপুর খানও (Kareena Kapoor Wishes Saif Ali Khan on Birthday) ৷

Kareena on Saif
করিনার কাছে বিশ্বের সেরা পুরুষ সইফই, স্বামীর জন্মদিনে লিখলেন অভিনেত্রী

By

Published : Aug 16, 2022, 2:07 PM IST

মুম্বই, 16 অগস্ট: বলি তারকা সইফ আলি খান মঙ্গলবার তাঁর 52তম জন্মদিন উদযাপন করছেন ( Saif Ali Khan 52nd Birthday)৷ এবারের জন্মদিনে স্ত্রী করিনা কাপুরের কাছ থেকে বেশ আবেগঘন একটি বার্তা পেলেন ছোটে নবাব ৷ তাঁর এই শুভেচ্ছা বার্তার সঙ্গে সঙ্গে একটি সইফের দু'টি ছবিও শেয়ার করেছেন করিনা (Kareena Kapoor Wishes Saif Ali Khan on Birthday) ৷

সইফের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী লেখেন, "বিশ্বের সেরা পুরুষকে জন্মদিনের শুভেচ্ছা ৷ তুমি এই ক্রেজি রাইডকে আরও ক্রেজিয়ার করে তোলো আর ঈশ্বরের কাছে আমি কিছুই চাই না.. এই ছবিগুলি প্রমাণ ।" পাউটের রানি করিনা এও মেনে নিয়েছেন সইফ নাকি তাঁর থেকে অনেক ভাল পাউট করতে পারে ৷ তিনি লেখেন, "আমি তোমাকেই ভালবাসি জান ৷ বলতেই হবে তোমার পাউট আমার থেকে অনেক অনেক ভাল ৷ বার্থ ডে বয় মাই স্য়াফু ৷"

করিনার এই পোস্টের পরপরই সইফকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অন্য বলি তারকারাও ৷ অভিনেত্রী মালাইকা আরোরা, অমৃতা আরোরা থেকে শুরু করে অভিনেতার বোন সাবা পতৌদি পর্যন্ত সকলেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন এই বিশেষ দিনে ৷

আরও পড়ুন: 'আর নয়'! জনসংখ্যায় যথেষ্ট অবদান রেখেছে সইফ, মা হওয়ার 'গুজব' ওড়ালেন করিনা

সইফ এবং করিনা দু'জনেই এখন নিজেদের আগামী ছবির কাজ নিয়ে ব্যস্ত ৷ সইফ আলি খান আগামীতে স্ক্রিনশেয়ার করবেন হৃতিক রোশনের সঙ্গে ৷ পুস্কর এবং গায়েত্রী পরিচালিত বিক্রম বেদা ছবিতে জুটি বাঁধতে চলেছেন তাঁরা ৷ অন্যদিকে করিনা শেষ স্ক্রিন শেয়ার করেছেন আমির খানের 'লাল সিং চাড্ডা' ছবিতে ৷ এরপর তাঁকে দেখা যাবে সুজয় ঘোষের 'The Devotion of Suspect X' ওয়েব সিরিজে ৷

ABOUT THE AUTHOR

...view details