পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Jaane Jaan Song Doriyaan: পর্দায় করিনা, কণ্ঠে অরিজিৎ! মুক্তি পেল 'জানে জা' ছবির নতুন গান - Kareena Kapoor Khan Film Jaane Jaan

Arijt Singh New Song: সোমবার মুক্তি পেল 'জানে জা' ছবির নতুন গান 'ডোরিয়া' ৷ সুজয় ঘোষ পরিচালিত এই ছবিতে এবার কণ্ঠ দিলেন অরিজিৎ সিং ৷ সুরের দায়িত্বে রয়েছেন শচিন-জিগর ৷ আর তাঁরাও গলা মিলিয়েছেন গানের কিছু অংশে ৷

Pic Kareena Kapoor Khan Instagram
জানে জা ছবির নতুন গান

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2023, 7:17 PM IST

হায়দরাবাদ, 16 সেপ্টেম্বর:করিনা কাপুর খানের নতুন ছবি 'জানে জা' মুক্তি পেতে চলেছে 21 সেপ্টেম্বর ৷ সুজয় ঘোষ পরিচালিত এই ছবির হাত ধরেই ওটটিতে পা রাখবেন অভিনেত্রী ৷ এবার মুক্তি পেল ছবির নতুন গান 'ডোরিয়া' ৷ কণ্ঠ দিলেন অরিজিৎ সিং ৷ সঙ্গে ছিলেন শচিন-জিগরও ৷ ফের একবার অরিজিতের কণ্ঠের জাদু মোহিত করল অনুরাগীদের ৷

গানটির কথা লিখেছেন প্রিয়া সারারিয়া ৷ সুরের দায়িত্বে ছিলেন শচিন-জিগরই ৷ সুজয় ঘোষের এই ছবিতে ফুটে উঠবে এক রোমাঞ্চকর হত্যার কাহিনি ৷ করিনা এখানে অভিনয় করবেন একজন মায়ের চরিত্রে ৷ জাপানি উপন্যাস 'দ্য ডিভোশন অফ সাসপেক্টেড এক্স' অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি ৷ এখানে করিনা একজন সিঙ্গেল মাদার ৷ সে তার স্বামীর মৃত্যু রহস্য চাপা দিতে বদ্ধ পরিকর ৷ এই কারণে তিনি তার প্রতিবেশীরও সাহায্য নেন ৷

ছবিতে করিনার চরিত্রের নাম মায়া ৷ সে নিজেই খুন করেছে স্বামীকে ৷ মায়ার প্রতিবেশির চরিত্রে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত ৷ আর বিজয় বর্মাকে দেখা যাবে একজন পুলিশ অফিসারের চরিত্রে ৷ তার সন্দেহের তালিকায় রয়েছে মায়া ৷ যদিও সে কিছুই প্রমাণ করতে পারেনি ৷ শেষমেষ প্রমাণিত হবে কি আসল খুনি কে? সেই গল্প নিয়েই আসছে 'জানে জা' ৷

আরও পড়ুন:'একসঙ্গে বাঁচার নামই জীবন', বার্তা দিতেই আসছে 'মেসবাড়ি'

'জানে জা'-র নতুন গান 'ডোরিয়া' করিনার জীবন সম্পর্কে আরও কিছু ইঙ্গিত দেয় দর্শককে ৷ গানের শুরুতে দেখা যায় মায়া তাঁর কন্যাকে নিয়ে স্কুলের দিকে এগিয়ে চলেছে ৷ বাড়ির জানালা থেকে তা লক্ষ করছেন জয়দীপ ৷ এরপর জয়দীপের সঙ্গে করিনার সম্পর্কের কিছু ঝলকও সামনে আসে গানটিতে ৷ ঠিক যেমন বিজয়ের সঙ্গেও তার সম্পর্কের কিছু ইঙ্গিত দেখা যায় ভিডিয়োতে ৷ বাকিটা জানতে গেলে অবশ্য 21 সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা ছাড়া গতি নেই ৷

ABOUT THE AUTHOR

...view details