পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Kareena New Film: শৈলরানিতে বসে ফ্রেঞ্চ ফ্রাই! এ স্বাদের ভাগ হবে না বলছেন করিনা-বিজয় - শৈলরানিতে বসে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মহিমা কীর্তন করিনা বিজয়ের

পরিচালক সুজয় ঘোষের হাত ধরে খুব তাড়াতাড়ি ওটিটি মঞ্চেও অভিষেক হতে চলেছে সইফ পত্নীর (Kareena Kapoor Khan Started Shooting For Her Upcoming film with Sujoy Ghosh)৷ কয়েকদিন ধরেই বাংলার এই শীতল শহর থেকে নানা ভিডিয়ো এবং ছবি পোস্ট করছেন এই অভিনেত্রী ৷ এবার তাঁকে দেখা গেল বিজয় বর্মা এবং মেকআপ শিল্পী পম্পি হান্সের সঙ্গে ৷

Kareena New Film
শৈলরানিতে বসে ফ্রেঞ্চ ফ্রাই! এ স্বাদের ভাগ হবেনা বলছেন করিনা-বিজয়

By

Published : May 23, 2022, 5:00 PM IST

দার্জিলিং,23 মে:অভিনেত্রী করিনা কাপুর খান এই মুহূর্তে রয়েছেন শৈলরানি দার্জিলিংয়ে ৷ পরিচালক সুজয় ঘোষের হাত ধরে খুব তাড়াতাড়ি ওটিটি মঞ্চেও অভিষেক হতে চলেছে সইফ পত্নীর (Kareena Kapoor Khan Started Shooting For Her Upcoming film with Sujoy Ghosh)৷ সেই শ্যুটিংয়ের জন্যই এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন করিনা ৷ যদিও ছবির নাম এখনও সামনে আসেনি ৷ তবে শিরোনামবিহীন এই হত্যা রহস্যটির পিছনে রয়েছে বিখ্যাত লেখক কেইগো হিগাশিনোর 2005 সালের বেস্ট সেলার জাপানি উপন্যাস 'দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স'-এর কাহিনি ৷

কয়েকদিন ধরেই বাংলার এই শীতল শহর থেকে নানা ভিডিয়ো এবং ছবি পোস্ট করছেন এই অভিনেত্রী ৷ এর আগে তাঁকে দেখা গিয়েছিল ছবির অন্যতম অভিনেতা জয়দীপ আহলাওয়াতের সঙ্গে ছবি পোস্ট করতে ৷ আর এবার যে রিল পোস্ট করলেন বেবো তাতে তাঁর সঙ্গী হিসাবে দেখা গেল অভিনেতা বিজয় বর্মা এবং মেকআপ শিল্পী পম্পি হান্সকে ৷ বিজয়, পাম্পি এবং করিনাকে ঠাণ্ডার মাঝে ফ্রেঞ্চ ফ্রাই আর চায়ের মজা উপভোগ করতে দেখা গল পুরোদমে ৷

আরও পড়ুন : প্রথম উইক এন্ডেই 50 কোটির ক্লাবে কার্তিক-কিয়ারার 'ভুল ভুলাইয়া 2'

ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, "যখন ঠান্ডা পরে...আপনি জানেন কী কী করতে হবে...ফ্রেঞ্চ ফ্রাই নিন আর তাতে চাট মসলা এবং লাল লঙ্কা ছড়িয়ে দিন....উফফফফ ৷' এই ছবির গল্প গড়ে ওঠে একজন সিঙ্গল মাদার তাঁর কন্যা এবং তাঁদের প্রতিবেশীকে কেন্দ্র করে ৷ গল্পে দেখা যাবে, মেয়েটি একটি অপরাধ ঘটিয়ে ফেলে, তখন মা এবং সেই প্রতিবেশী মিলে পুলিশি তদন্তে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন ৷ যদিও ছবিটি কবে সামনে আসবে তা এখনও জানা যায়নি ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details