দার্জিলিং,23 মে:অভিনেত্রী করিনা কাপুর খান এই মুহূর্তে রয়েছেন শৈলরানি দার্জিলিংয়ে ৷ পরিচালক সুজয় ঘোষের হাত ধরে খুব তাড়াতাড়ি ওটিটি মঞ্চেও অভিষেক হতে চলেছে সইফ পত্নীর (Kareena Kapoor Khan Started Shooting For Her Upcoming film with Sujoy Ghosh)৷ সেই শ্যুটিংয়ের জন্যই এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন করিনা ৷ যদিও ছবির নাম এখনও সামনে আসেনি ৷ তবে শিরোনামবিহীন এই হত্যা রহস্যটির পিছনে রয়েছে বিখ্যাত লেখক কেইগো হিগাশিনোর 2005 সালের বেস্ট সেলার জাপানি উপন্যাস 'দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স'-এর কাহিনি ৷
কয়েকদিন ধরেই বাংলার এই শীতল শহর থেকে নানা ভিডিয়ো এবং ছবি পোস্ট করছেন এই অভিনেত্রী ৷ এর আগে তাঁকে দেখা গিয়েছিল ছবির অন্যতম অভিনেতা জয়দীপ আহলাওয়াতের সঙ্গে ছবি পোস্ট করতে ৷ আর এবার যে রিল পোস্ট করলেন বেবো তাতে তাঁর সঙ্গী হিসাবে দেখা গেল অভিনেতা বিজয় বর্মা এবং মেকআপ শিল্পী পম্পি হান্সকে ৷ বিজয়, পাম্পি এবং করিনাকে ঠাণ্ডার মাঝে ফ্রেঞ্চ ফ্রাই আর চায়ের মজা উপভোগ করতে দেখা গল পুরোদমে ৷