পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Kareena-Saif Diwali Bash: করিনা-সইফের দিওয়ালি পার্টিতে নজর কাড়লেন আলিয়া-রণবীর, হাজির সারা-ইব্রাহিমও - সইফ আলি খান

করিনা কাপুর খান ও সফই আলি খানের দিওয়ালি পার্টিতে গেট টুগেদার পরিবারের সদস্যদের৷ খান ও কাপুর পরিবারের একঝাঁক তারকাদের দেখা গেল এদিন ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2023, 11:30 AM IST

হায়দরাবাদ, 12 নভেম্বর: মায়ানগরী মুম্বই সেজে উঠেছে নানা রঙের আলোয় ৷ গ্ল্যামার দুনিয়াতেও সেই আলো ঠিকরে পড়ছে ৷ দিওয়ালির উৎসবে মাতোয়ারা তারকারা ৷ প্রতিদিনই কোনও না কোন তারকার বাড়িতে থাকছে দিওয়ালি পার্টি ৷ আর সেখানে লেন্সবন্দি হতে দেখা যাচ্ছে বলিউড ও টেলিভিশন জগতের তারকাদের ৷ নিজের বাড়িতে দিওয়ালি পার্টির আয়োজন করেন করিনা কাপুর খান ও সইফ আলি খান ৷ কাপুর ও খান পরিবারের সদস্যরা এদিন সকলেই ছিলেন উপস্থিত ৷

অতিথি হিসাবে কাদের দেখা গেল সেই আলোচনায় আসার আগে যাঁরা পার্টি দিয়েছেন তাঁদের সাজ কেমন ছিল, তা জানা যাক ৷ বেবো বরাবরই বলে থাকেন, "ম্যায় আপনি ফেভারিট হু ৷" তাই তার সাজ তো অন্যরকম হবেই ৷ পার্টিতে লাল রঙের শাড়িতে হট অবতারে দেখা গিয়েছে করিনাকে ৷ শাড়িতে মাল্টি কালারের ফ্লোরাল কাজ করা ৷ কপালে ছোট্ট লাল টিপ ৷ হাতে ও কানে হিরের গয়না ৷ চোখে গাঢ় কাজল ৷ সোশাল মিডিয়ায় নিজের লুক শেয়ার করেন করিনা নিজেই ৷ অন্যদিকে, সইফ আলি খান একেবারে বাঙালি বাবু ৷ সাদা ধুতি ও কালো পাঞ্জাবিতে অনুরাগীদের দিব্য লেগেছে হ্যান্ডসাম হাঙ্ককে ৷

পার্টিতে হাত হাত ধরে উপস্থিত হন আলিয়া ভাট ও রণবীর কাপুর ৷ ব্রাইডাল সিঁদুর রঙের লাল লহেঙ্গা দিওয়ালির জন্য বেছে নেন আলিয়া ৷ রণবীরকে দেখা যায় সাদা-কালো শেরওয়ানিতে ৷ বাবার দেওয়া পার্টিতে উপস্থিত হন মেয়ে সারা আলি খান ও ছেলে ইব্রাহিম আলি খান ৷ সারাকে এদিন দেখা গিয়েছে বেগুনি রঙের আনারকলি কুর্তায় ৷ ইব্রাহিমকে দেখা যায় সাদা শার্টের সঙ্গে কালো ভেলভেটের বন্ধগলা জ্যাকেটে ৷ করিনার পার্টিতে উপস্থিত হল দিদি করিশ্মা কাপুরও ৷ মোচা-রঙের সিল্ক শুটে পার্টিতে দেখা যায় লোলোকে ৷ করিশ্মার এলিগ্যান্ট লুক বাড়িয়ে দিয়েছে ম্যাচিং গয়নাও ৷

পার্টিতে উপস্থিত হন রণধীর কাপুর ও ববিতা কাপুরও ৷ বয়সজনিত কারণে তাঁদের একটু হাঁটতে সমস্যা হচ্ছিল ৷ তবে মেয়ের ডাকে সাড়া দিয়ে বাবা-মা দুজনেই হাজির হন দিওয়ালি পার্টিতে ৷ এছাড়াও দিওয়ালি পার্টিতে উপস্থিত ছিলেন অমৃতা অরোরা, মণীশ মালহোত্রা, অর্জুন কাপুর, সোহা আলি খান, কুণাল খেমু-সহ আরও অনেকে ৷

ABOUT THE AUTHOR

...view details