লন্ডন, 7 অক্টোবর:হনসল মেহেতার সঙ্গে তাঁর আসন্ন ছবির শুটিংয়ের কাজ শুরু করলেন বলি সুন্দরী করিনা কাপুর খান (Kareena Kapoor shoots in london ) ৷ বৃহস্পতিবার লন্ডন থেকে অনুরাগীদের এমনটাই জানিয়েছেন তিনি ৷ এটি একটি হত্যা রহস্য ।আর কারিনাকে এখানে দেখা যাবে একজন গোয়েন্দা হিসেবে (Kareena Kapoor upcoming film)। হনসল মেহেতার পরিচালনায় করিনাও এই প্রথমবার প্রযোজক হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন ৷ অবশ্য তাঁর সঙ্গে সহ-প্রযোজনার দায়িত্বে রয়েছেন একতা কাপুর (Kareena Kapoor turns producer )৷ বালাজি মোশন পিকচার্সের মাধ্যমে এই প্রজেক্টের প্রযোজনায় অংশ নিতে চলেছেন একতা ৷
প্রথমবার 'প্রডিউসার হ্য়াট' মাথায় পরে বেশ উত্তেজিত সইফ-জায়া ৷ বৃহস্পতিবার সেই আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন ৷ নিজের ইনস্টা স্টোরিতে তিনি জানিয়েছেন ক্ল্যাপ বোর্ডে প্রযোজক হিসাবে নিজের নাম দেখে তিনি ঠিক কতখানি খুশি ৷ করিনা লেখেন, "ক্ল্যাপ বোর্ডে আমার নাম দেখে খুব উত্তেজিত বোধ করছি..."একইসঙ্গে বেশকিছু হার্ট ইমোজিও শেয়ার করেছেন নায়িকা (Kareena Kapoor film with Hansal Mehta )৷