পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Sara Ali Khan Birthday: শুভেচ্ছা জানালেন করিনা, মা-ভাইয়ের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন সারার - sara ali khan upcoming films

সারা আলি খানকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন করিনা-অনন্যারা ৷ করিনা সামনে আনলেন ছোট্ট সারার অদেখা কিছু ছবি ৷

Pic Kareena Kapoor  Ananya Panday  Instagram
সারার জন্মদিনে শুভেচ্ছা করিনা অনন্যার

By

Published : Aug 12, 2023, 6:22 PM IST

হায়দরাবাদ, 12 অগস্ট:শনিবার অভিনেত্রী সারা আলি খানের 28তম জন্মদিন ৷ বিশেষ দিনটিতে বলিউড ডিভাকে শুভেচ্ছা জানাচ্ছেন টিনসেল টাউনের অনেকেই ৷ তালিকায় রয়েছেন করিনা কাপুর খান ৷ সইফ-কন্যাকে শুভেচ্ছা জানানোর তালিকায় রয়েছেন তাঁর বান্ধবীরাও ৷ 'জরা হটকে জরা বাঁচকে' অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অনন্য়া পাণ্ডে ৷ সইফ-জায়া করিনা এদিন শেয়ার করেছেন সারার কিছু পুরোনো ছবি ৷ অন্যদিকে সারার সঙ্গে কাটানো মুহূর্তের স্মৃতিতে ডুব দিয়েছেন অনন্যাও ৷

শনিবার দু'টি পুরোনো ছবির একটি কোলাজ শেয়ার করেছেন সারা ৷ তার মধ্যে একটি ছবিতে সারাকে দেখা গিয়েছে বাবা সইফ আলি খানের সঙ্গে ৷ ক্যামেরায় বন্দি হয়েছে সইফ-সারার এক অনবদ্য মুহূর্ত ৷ অন্য়দিকে আরেকটি ছবিতে অভিনেত্রীকে দেখা গিয়েছে করিনা-পুত্র জেহর সঙ্গে ৷ বিভিন্ন ইন্টারভিউ থেকে জানা যায়, সারার সঙ্গে করিনার সম্পর্ক বন্ধুত্বের ৷ সারা তাঁকে ডাকেন 'কে' বলে ৷ এখানেও সেই সম্পর্কেরই ছোট্ট একটি উদযাপন চোখে পড়ল ৷ করিনা লিখলেন, "জন্মদিনের শুভেচ্ছা সুন্দরী সারা ৷"

কেক কাটালেন সারা

অন্য়দিকে অনন্য়াও এদিন শুভেচ্ছা জানিয়েছেন বার্থ ডে গার্লকে ৷ তিনি লেখেন, "শুভ জন্মদিন পার্টনার ৷ তুমি বাইরে যেমন অন্তরেও তেমনই ৷ রেখে ঢেকে কথা বলতে তুমি জানোনা ৷ আর এটাই আমার সবচেয়ে ভালো লাগে ৷ তোমার পাগলামোটাকে এভাবেই বাঁচিয়ে রেখো ৷ ভালোবাসা ৷" শুধু করিনা বা অন্যন্যা নয় ফ্যানেরা সকাল থেকেই শুভেচ্ছা জানাচ্ছেন তাঁকে ৷

সারাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন করিনা

আরও পড়ুন:250 কোটির ক্লাবে 'রকি অউর রানি কি প্রেম কাহানি', করণের মুকুটে নতুন পালক

জন্মদিনটা কীভাবে কাটালেন অভিনেত্রী? তাঁর সাম্প্রতিক ইনস্টা স্টোরিতে মিলল সেই খোঁজ ৷ মা অমৃতা এবং ভাই ইব্রাহিমের সঙ্গে কেক কাটার একটি ভিডিয়ো এদিন শেয়ার করেছেন নায়িকা ৷ সারাকে আগামী দিনে পর্দায় দেখা যাবে অনুরাগ বসুর 'মেট্রো ইন দিনো...' ছবিতে ৷ এছাড়া সম্প্রতি কন্নন আইয়ারের 'অ্যায় ওয়াতন মেরে ওয়াতন' ছবির কাজও শেষ করেছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details