মুম্বই, 28 জুলাই:'শামশেরা' ছবির মাধ্যমে চার বছর পর বড় পর্দায় কামব্যাক করেছিলেন রণবীর কাপুর ৷ কিন্তু প্রত্যাশা পূরণ করে রূপকথা লিখতে ব্যর্থ হল সেই কামব্যাক ৷ ইতিমধ্যেই যা আভাস মিলেছে তাতে বক্স অফিসে একেবারেই পায়ের তলার মাটি শক্ত করতে পারেনি ৷ গত পাঁচ দিনে যা আয় হয়েছে তাতে 150 কোটির এই ছবির বাজেটের টাকা কীভাবে উঠবে তা নিয়েও কপালে ভাঁজ দেখা যাচ্ছে অনেকেরই ৷ ছবিটি ফ্লপ হওয়ায় মর্মাহত পরিচালক করণ মালহোত্রাও ৷ মুখ খুলেছেন সঞ্জয় দত্তও (Karan Malhotra And Sanjay Dutt on The Failure of Shamshera)৷
করণ নিজের ইনস্টাগ্রামে লিখেছেন, "আমার প্রিয় শামশেরা তুমি তেজস্বী ৷ আমার জন্য এই মঞ্চে নিজেকে প্রমাণ করাটা খুবই জরুরী ৷ কারণ এটার সেই জগত যেখানে তোমার জন্য ভালবাসা, ঘৃণা, উদযাপন এবং অপমান সবকিছু রয়েছে ৷ এই ক'দিন তোমাকে একা ছেড়ে দেওয়ার জন্য আমি বারবার তোমার কাছে ক্ষমা চাইছি ৷ কারণ আমি ঘৃণা এবং রাগ সহ্য করতে পারিনি ৷" ছবিটি তাঁর হৃদয়ের ঠিক কতখানি কাছের ছিল তা তাঁর এই মন্তব্য় দেখলেই বোঝা যায় ৷