হায়দরাবাদ, 11 অগস্ট: 2021 সালে দু'জনের বিবাদের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল বলিউডে ৷ শেষমেশ বরফ কি গলল? কারণ বিবাদ সরিয়ে ফের চর্চায় কার্তিক আরিয়ান এবং করণ জোহর ৷ মন কষাকষি সরিয়ে হয়তো আগামিদিনে একসঙ্গে কাজও করতে পারেন দু'জনে ৷ করণ-কার্তিককে একসঙ্গে দেখা গিয়েছে 14তম ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্নে ৷ শুধু কার্তিক-করণই নন টিনসেল টাউনের আরও অনেকেই ডাক পেয়েছেন এই উৎসবে ৷ তাঁদের মধ্য়ে রয়েছেন ম্রুণাল ঠাকুর এবং বিজয় বর্মাও ৷
উৎসবের বিভিন্ন ছবি এই মুহূর্তে বেশ ভাইরাল সোশালে ৷ বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টের দাবি অনুযায়ী 'দোস্তানা 2' ছবিতে একসঙ্গে কাজ করার কথা ছিল কার্তিক-করণের ৷ এই ছবিতে তাঁর জুটি ছিলেন জাহ্নবী কাপুর ৷ কিন্তু মাঝপথে হঠাৎই ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয় কার্তিককে ৷ সেই খবর স্বাভাবিকভাবেই সকলের নজর কাড়ে ৷ ধর্ম প্রোডাকশন জানিয়ে দেয়, তারা আবার এই ছবির জন্য় কাস্টিং করবে ৷ কলিং ডি'কুনহার এই ছবির সঙ্গে কার্তিকের সম্পর্ক সেখানেই শেষ ৷