মুম্বই, 18 মার্চ: 80তম জন্মদিনে মা-কে শুভেচ্ছা জানাতে গিয়ে আবেগী হয়ে পড়লেন পরিচালক করণ জোহর ৷ শনিবার সকালে মায়ের জন্মদিন উদযাপনের বেশকিছু মুহূর্ত এবং মায়ের সঙ্গে কাটানো তাঁর কিছু বিশেষ মুহূর্ত শেয়ার করলেন পরিচালক ৷ মায়ের জন্য় কেকেরও ব্যবস্থা করেছিলেন বলিপাড়ার কে জে ৷ কেকের উপরেও লেখা 80তম জন্মদিনের কথা ৷ অন্যান্য় ছবিতে কোথাও ফ্রেমবন্দি হয়েছে করণের ছেলেবেলা কোথাও আবার নাতি নাতনিকে নিয়ে ফ্রেম বন্দি হয়েছেন পরিচালক (Karan wishes Mom on her Birthday)৷
পরিচালক এদিন লেখেন, 'আমার সাহসী মা আজ আশিতে পা দিলেন ৷ তুমিই আমাকে শিখিয়েছ ভালোবাসা ঠিক কেমন হয়...বলেছ যদি ঠিক হও তাহলে কখনও নিজেকে প্রমাণ করার চেষ্টা করো না বা ক্ষমা চাইবার চেষ্টা করো না ৷ আর তাই আমি কারও কাছে এমন কিছু হওয়ার ভান করি না, যা আমি নই ৷ আমার বিবেক থেকে শুরু করে ফ্যাশন পুলিশ- সবই তুমি ৷ আর তুমিই একমাত্র মানুষও বটে যাকে আমি আজও ভয় পাই ৷ মা আমি তোমায় ভালোবাসি...তোমাকে ছাড়া আমি রুহি আর যশকে বড় করতে পারতাম না ৷'