হায়দরাবাদ, 24 মে:পরিচালকের চেয়ারে কেটে গেল আড়াই দশক ৷ সিলভার জুবলি পার করে ফেললেন পরিচালক করণ জোহর ৷ আর এই বিশেষ মুহূর্তে স্মৃতিমেদুর হয়ে পড়লেন তিনি ৷ 1998 সালে প্রথমবার পরিচালক হিসাবে জার্নি শুরু করেছিলেন করণ ৷ শাহরুখ-কাজল অভিনীত 'কুচ কুচ হোতা হ্যায়' ছবি আজও বলিউডে একটি কাল্ট ছবি হিসেবেই বিবেচিত হয় ৷ প্রথম ছবির জন্য়ই তিনি জিতে নেন জাতীয় পুরস্কারও ৷ এরপর একে একে 'কভি খুশি কভি গম', 'কভি আলবিদা না ক্যাহনা', 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার', 'অ্যায় দিল হ্যায় মুশকিল','মাই নেম ইজ খান'-এর মতো ছবি তৈরি করেছেন ৷
আজ নিজেই তাঁর এই সমস্ত ছবির ঝলক দিয়ে একটি ভিডিয়ো শেয়ার করেছেন করণ জোহর ৷ আর ভিডিয়োর ক্য়াপশনে তিনি লিখেছেন, "পঁচিশটা ম্যাজিক্যাল বছর যেভাবে পরিচালকের আসনে বসে কাটিয়ে দিলাম তার জন্য় শুধুই কৃতজ্ঞতা ৷ আমি শিখেছি, আমি বড় হয়েছি, কেঁদেছি, হেসেছি আর এটা নিয়েই বসবাস করেছি ৷ আগামিকাল, আমার হৃদয়ের আরেকটি অংশ আপনাদের হতে চলেছে ৷ আমি আপনাদের সকলের সঙ্গে আমার জন্মদিনও উদযাপন করব । এর চেয়ে আনন্দের আর কী হতে পারে ৷"