পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Karan Johar Praises SRK: 'শুধু তিনিই পারেন', 'জওয়ান' শাহরুখকে দেখে অভিভূত করণ - Karan Johar Praises SRK

প্রিয় বন্ধুর নতুন ছবির প্রশংসায় পঞ্চমুখ পরিচালক করণ জোহর ৷ বৃহস্পতিবার একটি দীর্ঘ পোস্টে ছবিটির প্রসঙ্গে নিজের মতামত জানালেন করণ।

Karan Johar Praises SRK
শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ করণ

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2023, 10:24 AM IST

Updated : Sep 14, 2023, 10:50 AM IST

মুম্বই, 14 সেপ্টেম্বর:তরণ আদর্শ থেকে শুরু করে অন্য সমালোচকদের অনেকেই শাহরুখের 'জওয়ান' ছবির প্রশংসা করেছেন ৷ কেউ বলছেন, "এই বছরটা শাহরুখের ৷" কারও মতে, বক্স অফিসে কিং খান আরও একটি সুনামি নিয়ে হাজির হয়েছেন ৷ এবার প্রশংসকদের এই তালিকায় যুক্ত হল পরিচালক করণ জোহরের নাম ৷ দেরি করে রিভিউ দিলেও তাঁর বিশ্লেষণ ভালো লেগেছে নেটপাড়ার।

শাহরুখের নতুন ছবির একটি পোস্টার শেয়ার করে তিনি লেখেন, "হায় ঈশ্বর! আমার এ নিয়ে কথা বলতে একটু দেরি হয়ে গেল মানছি ৷ তবে সত্যি কী দারুণ অভিজ্ঞতা ৷ অ্যাটলি আবার ছক্কা হাঁকালেন। আর বল এবারও স্টেডিয়ামের বাইরে চলে গেল ৷ এটা এমন একটা সিনেমা যা আবেগ এবং অ্যাড্রিনালিন রাশ-কে চুড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছে ৷ প্রতিটা ফ্রেমে যে সিনেম্যাটিক সাহসিকতার পরিচয় পাওয়া গিয়েছে তা অসাধারণ ৷"

তিনি আরও লেখেন, "সকলেই ভালো অভিনয় করলেন! সানায়া আর প্রিয়ামণি দারুণ ৷ নয়ন তারা আর বিজয় সেতুপতিও ব্রিলিয়ান্ট ৷ দীপিকাকে দেখে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছি ৷ তিনি অভিজ্ঞ এবং দক্ষ অভিনেত্রীর মতোই স্ক্রিনে রাজত্ব করেছেন ৷ তাঁর চরিত্র ছবিটিকে অন্য মাত্রা দিয়েছে ৷ আর শাহরুখভাইকে নিয়ে কী বলব? মেগা স্টারডমকে তিনি এমনভাবে ফুটিয়ে তুলেছেন যা শুধু উনিই পারেন ৷ আর তাই আপনি যদি জওয়ান এখনও না দেখে থাকেন তাহলে বুঝতেও পারছেন না কী মিস করছেন!"

আরও পড়ুন:'ব়্যাম্বো' রিমেকে সিদ্ধার্থের বাজি টাইগার জাহ্নবী জুটি !

শাহরুখ খান এবং করণ জোহরের সম্পর্কের কথা কারও অজনা নয় ৷ একসময় 'দিলওয়ালে দুলহানিয়া লে' জায়েঙ্গে ছবির সেট থেকে শুরু হয়েছিল বন্ধুত্বের এই সফর ৷ তারপর এই জুটির হাত ধরে 'কুছ কুছ হোতা হ্যায়' থেকে 'মাই নেম ইজ খান' পর্যন্ত একাধিক ছবি উপহার পেয়েছেন সিনে অনুরাগীরা ৷ এবার প্রিয় বন্ধুকে প্রশংসায় ভরিয়ে দিলেন পরিচালক।

Last Updated : Sep 14, 2023, 10:50 AM IST

ABOUT THE AUTHOR

...view details