পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Karan Johar: 'শতাব্দীর সেরা ট্রেলার', 'জওয়ান'-ই কি লক্ষ্য করণের? তুঙ্গে জল্পনা - করণ জোহরের একটি নতুন ইনস্টা স্টোরি

করণ জোহরের নতুন পোস্ট ঘিরে তুঙ্গে জল্পনা ৷ শাহরুখের 'জওয়ান' ছবির ট্রেলার দেখেই কি প্রশংসায় পঞ্চমুখ পরিচালক?

Pic Karan Johar Instagram
ট্রেলারের প্রশংসা করলেন করণ

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2023, 12:18 PM IST

মুম্বই, 28 অগস্ট: অ্যাটলি পরিচালিত 'জওয়ান' মুক্তির আগেই ঝড় তুলেছে সোশালে ৷ একদিকে যেমন অগ্রিম বুকিং শুরু হতে না হতেই টিকিট শেষ হয়ে গিয়েছে ৷ অন্যদিকে আবার ছবির ট্রেলার নিয়েও এখন আলোচনা তুঙ্গে ৷ কারণ কয়েকদিন আগেই শাহরুখ খান জানিয়ে দিয়েছেন ছবির প্রিভিউটাই সব নয় ৷ অনুরাগীদের দাবি মেনে আসছে ট্রেলারও ৷ আর এবার করণ জোহরের একটি নতুন ইনস্টা স্টোরি রীতিমতো শোরগোল ফেলে দিল সোশাল মিডিয়ায় ৷

কয়েকদিন আগেই টুইটার প্রশ্নোত্তর পর্বে শাহরুখ এক অনুরাগীর প্রশ্নের জবাব দিতে গিয়ে জানান ট্রেলার মুক্তির কথা ৷ ওই অতি উৎসাহী অনুরাগীর একটাই জিজ্ঞাসা ছিল,"স্যার প্লিজ বলে দিন ট্রেলার কবে আসছে?" আর তাতে মজার ছলে এসআরকে লেখেন, "আরে ট্রেলার না এলে ছবিটা দেখবে না না কি? ট্রেলার, ট্রেলার, ট্রেলার... আসবে, একটু তো জিরিয়ে তো নাও আগে ৷" তাঁর এই বক্তব্য সামনে আসার পর থেকে আরও তুঙ্গে জল্পনা ৷ কারণ কবে যে ট্রেলারটি মুক্তি পেতে চলেছে তা কিন্তু কিং খান জানাননি ৷

করণ জোহরের নতুন ইনস্টা স্টোরি

রবিবার করণের একটি ইনস্টা পোস্টের জেরে নতুন করে সেই জল্পনার আগুনে ঘৃতাহুতি হল ৷ করণ যদিও কোনও নাম উল্লেখ করেননি ৷ তিনি শুধুমাত্র লিখেছেন, "এই শতাব্দীর সেরা ট্রেলারটি দেখলাম ৷" শাহরুখের কোনও উল্লেখ না করলেও ফ্যানেদের কারও কারও মতে করণ জোহর 'জওয়ান' ছবির কথাই বলেছেন ৷ কেউ আবার একটু সন্দিহান ৷ তাই এই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে কেউ লিখেছেন, "করণ কি এইমাত্র জওয়ান ছবির প্রশংসা করলেন না কি?" আবার কেউ লেখেন, "জওয়ান ছবির জন্য় আর অপেক্ষা করতে পারছি না ৷"

আরও পড়ুন:3 দিনেই হিট 'ড্রিম গার্ল 2', 'শাহরুখকে হারিয়ে' বাজিমাত সানিরও

করণের সঙ্গে শাহরুখের সম্পর্কের কথা সকলেই জানেন কম বেশি ৷ এর আগেও জওয়ান-এর প্রিভিউ মুক্তির পর খোলা মনে প্রশংসা করেছিলেন করণ ৷ আর সেইসব দেখেই দুয়ে দুয়ে চার করছেন নেটিজেনরা ৷ পরিচালক অ্যাটলির এই ছবিতে দেখা যাবে নয়নতারা এবং বিজয় সেতুপতিকেও ৷ আগামী 7 সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি ৷

ABOUT THE AUTHOR

...view details