পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Karan on Ileana Sebastian: ক্যাটরিনার ভাইয়ের সঙ্গে ইলিয়ানার সম্পর্কের জল্পনায় মুখ খুললেন করণ - Karan on Ileana Dcruz Sebastian

সুন্দরী ইলিয়ানা ডি'ক্রুজ এবং ক্য়াটরিনার ভাই সেবাস্টিয়ানের সম্পর্ক নিয়ে বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছে (Ileana Dcruz dating Sebastian) ৷ এবার এই জল্পনাতেও কার্যত সিলমোহর দিয়ে দিলেন করণ জোহর ৷

Karan on Ileana Dcruz Sebastian
ক্যাটরিনার ভাইয়ের সঙ্গে ইলিয়ানার সম্পর্কের জল্পনায় মুখ খুললেন করণ

By

Published : Sep 8, 2022, 6:19 PM IST

মুম্বই, 8 সেপ্টেম্বর:করণের শো'য়ে সম্প্রতি কফি খেতে এসেছিলেন ক্যাটরিনা কাইফ, ইশান খট্টর এবং সিদ্ধান্ত চতুর্বেদী ৷ 'কফি উইথ করণ-7' এর সাম্প্রতিক এই পর্বটি এখন রীতিমতো চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে সোশাল মিডিয়ায় ৷ এই পর্বে একদিকে যেমন বলি সুন্দরী ক্যাটরিনা প্রথমবার মুখ খুলেছেন ভিকির সঙ্গে তাঁর প্রেম সম্পর্ক কীভাবে শুরু হল তা নিয়ে তেমনই আরও একটি বড় খবরও বেরিয়ে এসেছে এই শো থেকে (Ileana Dcruz and Katrina kaif )৷ সুন্দরী ইলিয়ানা ডি'ক্রুজ এবং ক্য়াটরিনার ভাই সেবাস্টিয়ানের সম্পর্ক নিয়ে বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছিল (Ileana Dcruz dating Sebastian) ৷ এবার এই জল্পনাতেও কার্যত সিলমোহর পড়েছে ৷

গত জুলাই মাসেই স্ত্রী ক্যাটরিনা কাইফের জন্মদিন পালন করেছিলেন অভিনেতা ভিকি কৌশল। আর সেই মলদ্বীপ ভ্যাকেশনে উপস্থিত ছিলেন ইলিয়ানা এবং সেবাস্টিয়ানও (Ileana Dcruz Sebastian Relationship) ৷ তার আগে থেকেই অবশ্য তাঁদের রসায়ন নিয়ে জল্পনা চলছে বি-টাউনে ৷ তবে জন্মদিনের পার্টিতে তাঁদের উপস্থিতি পুরো বিষয়টিকে আরও রহস্যময় করে তোলে ৷

বলা যায় এবার এই জল্পনায় সিলমোহর দিলেন পরিচালক তথা সঞ্চালক করণ জোহর (Karan on Ileana Dcruz Sebastian) ৷ করণ আদতেই একজন পরিচালক হিসাবে ভালই জানেন কীভাবে তাঁর শো-কে আরও বিস্ফোরক করে তোলা যায় ৷ তাই এখনও পর্যন্ত এই শো'য়ের প্রতিটি পর্বই মারাত্মক রকম ভাইরাল দর্শকদের মধ্য়ে ৷

ইলিয়ানা এবং সেবাস্টিয়ানের সম্পর্ক নিয়ে বলতে গিয়ে করণ বলেন, "আমাদের এটাকে (আলাদা করে) নিশ্চিত করার কোনও দরকার নেই ৷" করণ এও জানান, মলদ্বীপে ক্যাটরিনার জন্মদিন পালনের ছবিতে তিনি তাঁদের দেখেছেন ৷ আবার পার্টিতে তাঁদের একসঙ্গে দেখে তাঁর মনে হয়েছে খুব তাড়াতাড়ি কিছু একটা হতে চলেছে ৷ করণ বলেন, "আমি পার্টিতে আমার সামনে এই দু'জনকে কথা বলতে দেখেছি তখন থেকেই আমার মনে হয়েছে আরে এতো খুব তাড়াতাড়ি কিছু হতে চলেছে।" করণের এই বক্তব্য ইলিয়ানা এবং সেবাস্টিয়ানের সম্পর্ক সংক্রান্ত জল্পনায় সিলমোহর বলেই মনে করছেন অনেকে ৷

আরও পড়ুন:সামনে এল সইফ হৃতিকের বহু প্রতীক্ষিত 'বিক্রম বেদা' র ট্রেলার

ABOUT THE AUTHOR

...view details