মুম্বই, 8 সেপ্টেম্বর:করণের শো'য়ে সম্প্রতি কফি খেতে এসেছিলেন ক্যাটরিনা কাইফ, ইশান খট্টর এবং সিদ্ধান্ত চতুর্বেদী ৷ 'কফি উইথ করণ-7' এর সাম্প্রতিক এই পর্বটি এখন রীতিমতো চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে সোশাল মিডিয়ায় ৷ এই পর্বে একদিকে যেমন বলি সুন্দরী ক্যাটরিনা প্রথমবার মুখ খুলেছেন ভিকির সঙ্গে তাঁর প্রেম সম্পর্ক কীভাবে শুরু হল তা নিয়ে তেমনই আরও একটি বড় খবরও বেরিয়ে এসেছে এই শো থেকে (Ileana Dcruz and Katrina kaif )৷ সুন্দরী ইলিয়ানা ডি'ক্রুজ এবং ক্য়াটরিনার ভাই সেবাস্টিয়ানের সম্পর্ক নিয়ে বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছিল (Ileana Dcruz dating Sebastian) ৷ এবার এই জল্পনাতেও কার্যত সিলমোহর পড়েছে ৷
গত জুলাই মাসেই স্ত্রী ক্যাটরিনা কাইফের জন্মদিন পালন করেছিলেন অভিনেতা ভিকি কৌশল। আর সেই মলদ্বীপ ভ্যাকেশনে উপস্থিত ছিলেন ইলিয়ানা এবং সেবাস্টিয়ানও (Ileana Dcruz Sebastian Relationship) ৷ তার আগে থেকেই অবশ্য তাঁদের রসায়ন নিয়ে জল্পনা চলছে বি-টাউনে ৷ তবে জন্মদিনের পার্টিতে তাঁদের উপস্থিতি পুরো বিষয়টিকে আরও রহস্যময় করে তোলে ৷