মুম্বই, 14 জানুয়ারি:মুক্তির পর থেকেই চর্চায় রয়েছে কার্তিক আরিয়ান অভিনীত 'শেহজাদা' ছবির ট্রেলারটি ৷ কার্তিক-কৃতি জুটির অভিনয় এবং কেমিস্ট্রি নজর কেড়েছে সকলের ৷ বৃহস্পতিবার মুক্তি পেয়েছে কার্তিকের নতুন এই ছবির ট্রেলার ৷ অনুরাগীরা তো বটেই, কার্তিকের ইন্ডাস্ট্রির সহকর্মীরাও বেশ খুশি তাঁকে এই চরিত্রে দেখে ৷ ঠিক যেমন খুশি পরিচালক করণ জোহর (Kartik Aaryan Shehzada Trailer)৷
ইনস্টাগ্রামে ছবির জন্য় কার্তিককে শুভেচ্ছা জানিয়ে করণ লিখেছেন, "মশলা ভরপুর বিনোদনের জবরদস্ত তরকা ৷ শেহজাদাকে অভিনন্দন (Karan Johar praises the trailer of Kartik Shehzada) ৷" কেন করণের এই পোস্ট এত গুরুত্বপূর্ণ? আসলে এর পিছনে রয়েছে করণ জোহর এবং কার্তিকের সাম্প্রতিক ইতিহাস ৷ পরিচালক-প্রযোজকের পরবর্তী প্রজেক্ট 'দোস্তানা 2' ছবিতে জাহ্নবী কাপুরের সঙ্গে জুটি বাঁধার কথা ছিল কার্তিক আরিয়ানের ৷ কিন্তু শেষমেশ তা ভেস্তে যায় ৷
সম্প্রতি, খবর এসেছে ছবির কাস্টিংয়ে বদল চেয়েছেন করণ ৷ অর্থাৎ, ছবি থেকে বাদ পড়তে চলেছেন কার্তিক-জাহ্নবী জুটি ৷ এই নিয়ে ধর্মা প্রোডাকশন বা কার্তিক কেউই সেভাবে মুখ খোলেননি ৷ কিন্তু কার্তিকের সঙ্গে করণের দূরত্ব যে কিছুটা হলেও বেড়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই (Karan Johar Kartik Aaryan Relationship) ৷ তাই কার্তিকের এই ছবির ট্রেলারের ভূয়সী প্রশংসা করে যখন মুখ খুললেন করণ তখন অনেকেই ভাবতে শুরু করেছেন তাঁদের রসায়ন কি তবে অন্য মোড় নিয়েছে?
ট্রেলার দেখে কার্তিকের উচ্ছ্বসিত প্রশংসা করলেন করণ জোহর আরও পড়ুন:'আমি সাগরের বেলা, তুমি দুরন্ত ঢেউ...' বালুতটে সকাল সকাল প্রেম জমল বিরুষ্কার
টি সিরিজের ব্যানারেই আগামী 10 ফেব্রুয়ারি পর্দায় আসতে চলেছে কার্তিকের এই অ্যাকশন এন্টারটেইনার (Shehzada release date) ৷ পরিচালক রোহিত ধাওয়ানের এই ছবিতে চরিত্রে রয়েছেন পরেশ রাওয়াল, মনীষা কৈরালা, সচিন খেড়কর-সহ আরও অনেকে ৷ কার্তিকের এই ছবি অবশ্য় কোনও মৌলিক গল্প নয় ৷ আল্লু অর্জুনের ব্লকবাস্টার হিট 'আলা বৈকুণ্থাপুররামুলু'-এর অফিসিয়াল হিন্দি রিমেক 'শেহজাদা'৷