মুম্বই, 10 অক্টোবর: টুইটার ছেড়ে বেরিয়ে গেলেন বলিউড পরিচালক তথা প্রযোজক করণ জোহর ৷ সোমবার টুইটারে এ নিয়ে একটি পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যে নিজের মাইক্রোব্লগিং সাইটের অ্যাকাউন্ট বন্ধ করে দেন করণ (Karan Johar Bids Goodbye to Twitter) ৷ তবে, অ্যাকাউন্টটি ডিলিট করে দিয়েছেন কি না জানা যায়নি ৷ তিনি দাবি করেছেন, জীবনে অনেক বেশি ইতিবাচক শক্তি সঞ্চয় করতেই তিনি টুইটার ছাড়ছেন ৷
এদিন টুইটার থেকে সরে যাওয়ার কারণ জানিয়ে প্রযোজক-পরিচালক লেখেন, "জীবনে শুধুমাত্র ইতিবাচক শক্তিগুলিকে জায়গা করে দিতে চাই এবং এটা তারই একটা পদক্ষেপ ৷ গুডবাই টুইটার !" সম্প্রতি শেষ হয়েছে তাঁর শো ‘কফি উইথ করণ’ সিজন সেভেন ৷ যেখানে করণ জোহরের করা একাধিক মন্তব্য এবং সেলিব্রিটি অতিথিদের করা প্রশ্নের কারণে লাগাতার সোশাল মিডিয়ায় তাঁকে ট্রল হতে হচ্ছিল ৷ যা নিয়ে বেশ অস্বস্তিতে ছিলেন করণ ৷ মনে করা হচ্ছে, সেই কারণেই টুইটার থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ধর্মা প্রোডাকশনের কর্তা ৷