পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Karan Johar: টুইটারকে বিদায় করণ জোহরের - করণ জোহর

টুইটার থেকে বেরিয়ে গেলেন করণ জোহর (Karan Johar Bids Goodbye to Twitter) ৷ জানালেন জীবনে ইতিবাচক শক্তি সঞ্চয় করতে চান ৷ তাই মাইক্রোব্লগিং সাইট থেকে বিদায় নিলেন করণ ৷

Karan Johar Bids Goodbye to Twitter
Karan Johar Bids Goodbye to Twitter

By

Published : Oct 10, 2022, 10:55 PM IST

Updated : Oct 10, 2022, 11:02 PM IST

মুম্বই, 10 অক্টোবর: টুইটার ছেড়ে বেরিয়ে গেলেন বলিউড পরিচালক তথা প্রযোজক করণ জোহর ৷ সোমবার টুইটারে এ নিয়ে একটি পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যে নিজের মাইক্রোব্লগিং সাইটের অ্যাকাউন্ট বন্ধ করে দেন করণ (Karan Johar Bids Goodbye to Twitter) ৷ তবে, অ্যাকাউন্টটি ডিলিট করে দিয়েছেন কি না জানা যায়নি ৷ তিনি দাবি করেছেন, জীবনে অনেক বেশি ইতিবাচক শক্তি সঞ্চয় করতেই তিনি টুইটার ছাড়ছেন ৷

এদিন টুইটার থেকে সরে যাওয়ার কারণ জানিয়ে প্রযোজক-পরিচালক লেখেন, "জীবনে শুধুমাত্র ইতিবাচক শক্তিগুলিকে জায়গা করে দিতে চাই এবং এটা তারই একটা পদক্ষেপ ৷ গুডবাই টুইটার !" সম্প্রতি শেষ হয়েছে তাঁর শো ‘কফি উইথ করণ’ সিজন সেভেন ৷ যেখানে করণ জোহরের করা একাধিক মন্তব্য এবং সেলিব্রিটি অতিথিদের করা প্রশ্নের কারণে লাগাতার সোশাল মিডিয়ায় তাঁকে ট্রল হতে হচ্ছিল ৷ যা নিয়ে বেশ অস্বস্তিতে ছিলেন করণ ৷ মনে করা হচ্ছে, সেই কারণেই টুইটার থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ধর্মা প্রোডাকশনের কর্তা ৷

আরও পড়ুন:বিগ বস থেকে সাজিদকে বের করুন ! মন্ত্রীকে চিঠি দিল্লি মহিলা কমিশনের প্রধানের

এদিনও করণ জোহরের পোস্ট নিয়েও অনেকে হাসাহাসি করেছেন ৷ আবার অনেক অনুরাগী তাঁকে টুইটার না-ছাড়তে অনুরোধ করেছেন ৷ একজন লিখেছেন, ‘‘করণ আপনি একজন রত্ন, দয়া করে যাবেন না ৷’’ আবার কেউ লিখেছেন, ‘‘এমনটা করবেন না ৷ সত্যিকারের অনুরাগীরা কী দোষ করল ? আপনি চাইলে যে কাউকে ব্লক করে দিতে পারেন টুইটারে ৷’’ এমন পরামর্শও অনেকে করণ জোহরকে দিয়েছেন ৷

Last Updated : Oct 10, 2022, 11:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details