মুম্বই, 24 মে : 'দ্য কপিল শর্মা' শোয়ে অক্ষয় কুমারকে এর আগে যাঁরা দেখেছেন তাঁদের বলে দেওয়ার দরকার নেই যে কমিডিয়ান কপিল শর্মার সঙ্গে বলিউডের খিলাড়ি কুমারের সম্পর্ক ঠিক কতটা টক ঝাল মিষ্টি ৷ তাঁদের মধ্য়ে নানা খুনসুটি চলতেই থাকে যা দর্শকদেরও ভীষণ মজা দেয় ৷ অক্ষয়ের রোম্যান্টিক অবতার দেখে হিংসেয় লুচির মত ফোলাটাও কপিলের এমন অভিনয়েরই একটি অংশ ৷ এবার তাঁর নতুন ছবি 'পৃথ্বীরাজ'-এর প্রচারের জন্যও 'দ্য কপিল শর্মা' শোয়ে গিয়েছিলেন অক্ষয় ৷ এই ছবিতে তিনি জুটি বেঁধেছেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুশী চিল্লারের সঙ্গে (Akshay Kumar Romancing Younger Actresses) ৷
এই পর্বের প্রোমোতে দেখা যায়, অক্ষয়ের উদ্দেশ্যে এদিন রোম্যান্স বিষয়েই মুখ খোলেন কপিল ৷ তিনি জানান, তিনি যখন স্কুলে পড়তেন অক্ষয় তখন মাধুরী দীক্ষিত এবং আয়েশা জুলকাদের সঙ্গে পর্দায়ে রোম্যান্স করতেন খিলাড়ি কুমার, তিনি যখন কলেজে পড়তেন তখন বিপাশা বাসু, ক্যাটরিনা কাইফদের সঙ্গে স্ক্রিনশেয়ার করতেন অক্ষয় ৷ আর আজ কৃতি স্যানন, সারা আলি খান, মানুশী চিল্লার, কিয়ারা আদবাণীদের সঙ্গে অভিনয় করেন তিনি ৷ কপিল হাসতে হাসতে বলেন, "আমরা তো শুধু ওঁর নায়িকাদের ইন্টারভিউ নেওয়ার জন্য় জন্মেছি ৷" এই কথা শুনে হাসতে থাকেন অক্ষয় নিজেও ৷