হায়দরাবাদ, 18 মার্চ: বক্স অফিস আয়ের নিরিখে প্রথম দিনে আশাহত করল কপিল শর্মার নতুন ছবি 'জুইগাটো' । নন্দিতা দাস পরিচালিত এই ছবিটি দেশজুড়ে 409টি স্ক্রিনে মুক্তি পেয়েছিল। সেই অনুযায়ী প্রথমদিন বক্স অফিসে তেমন আশাপ্রদ ফল করতে পারেনি 'জুইগাটো' । ট্রেড অ্য়ানালিস্ট তরণ আদর্শের হিসাব অনুযায়ী ভারতে প্রথমদিনে মাত্র 42 লাখ টাকা আয় করতে পেরেছে এই ছবিটি ।
তরণ শনিবার টুইটে লিখেছেন, 'কম স্ক্রিন এবং শো পাওয়ার পর প্রথমদিন অতন্ত্য খারাপ ফল করল জুইগাটো । মুখে মুখে বেশ ভালো প্রচার হয়েছে এই ছবির । এই সপ্তাহান্তে ঘুরে দাঁড়াতে হবে এই ছবিকে । ভারতে জুড়ে আয় 42 লাখ ।' পরিচালক নন্দিতা দাস এই ছবিতে তুলে ধরেছেন একজন ডেলিভারি বয়ের গল্প । কোম্পানির হয়ে খাবার পৌঁছে দেওয়া তাঁর কাজ । নুন আনতে পান্তা ফুরোনো অবস্থা ঠিকই তবে কোনওমতে সংসারটুকু চলে যায় তাঁর । একদিন তৈরি হয় সমস্য়া । হঠাৎ করে রেটিং পড়তে থাকে সেই ডেলিভারি বয়ের ৷ এবার কী হবে জানতে হলে দেখতে হবে এই ছবি (Zwigato Box Office Collection)।