পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Tribute to Raju Srivastava: রাজু শ্রীবাস্তব স্মরণে বিশেষ পর্বের আয়োজন কপিল শর্মার - রাজু শ্রীবাস্তবের জন্য শ্রদ্ধার্ঘের আয়োজন কপিল

বিখ্যাত কমেডিয়ান রাজু শ্রীবাস্তব তাঁর অনুরাগীদের ছেড়ে চলে গিয়েছেন কয়েকদিন আগেই ৷ তাঁর অকাল প্রয়াণ কাঁদিয়েছে তাঁর অগনিত ভক্তকে ৷ এবার তাঁকে শ্রদ্ধা জানাতে একটি বিশেষ পর্বের আয়োজন করলেন কমেডি কিং কপিল শর্মা (Tribute to Raju Srivastava)৷

Kapil Sharma Show
রাজু শ্রীবাস্তব স্মরণে বিশেষ পর্বের আয়োজন কপিল শর্মার

By

Published : Oct 4, 2022, 7:13 PM IST

মুম্বই, 4 অক্টোবর:বিখ্যাত কমেডিয়ান রাজু শ্রীবাস্তব তাঁর অনুরাগীদের ছেড়ে চলে গিয়েছেন কয়েকদিন আগেই ৷ তাঁর অকাল প্রয়াণ শুধু যে কাঁদিয়েছে তাঁর অগণিত ভক্তকে তা নয়, হাসকৌতুক জগতও বিমর্ষ তাঁদের গজোধর ভাইয়াকে হারিয়ে ৷ এবার তাঁকে শ্রদ্ধা জানাতে একটি বিশেষ পর্বের আয়োজন করলেন 'কমেডি কিং' কপিল শর্মা ৷ সোশাল মিডিয়ায় এই বিশেষ পর্বের একটি ঝলকও শেয়ার করেছেন কপিল (Tribute to Raju Srivastava) ৷

'দ্য কপিল শর্মা শো'-এর বিশেষ পর্বে হাজির থাকবেন কমেডি-র বেশকিছু দিকপাল মানুষেরা (Kapil Sharma and Raju Srivastava)৷ কমেডি কিং নিজেও এই ভিডিয়োতে জানান, রাজু ভাইয়ের নাম এলেই তাঁর মুখে হাসি চলে আসে ৷ আর তাই হাসতে হাসতেই তাঁকে শ্রদ্ধা জানাবেন তাঁরা । রাজু সারাজীবন মানুষকে হাসিয়ে গিয়েছেন ৷ এই মানুষটি মঞ্চে উঠলেই হাসির জোয়ারে ভাসতেন শ্রোতারা(Kapil Sharma Show) ৷ আর তাই বাংলার কমেডিয়ান মীরও তাঁকে শ্রদ্ধা জানাতে গিয়ে লিখেছিলেন, "ভগবান বড় কষ্টে ছিলেন । তিনি হাসতে চাইছিলেন আর তাই ব্যক্তিগত শোয়ের জন্য রাজুভাইকে ডেকে পাঠিয়েছেন ৷"

আরও পড়ুন:জন্মদিনে পন্থকে ফ্লাইং কিস ঊর্বশীর! ফের উত্তাল নেটপাড়া

ঠিক একইভাবে 'দ্য কপিল শর্মা শো'-এর বিশেষ পর্বেও শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করা হবে এই কিংবদন্তিকে ৷ উপস্থিত থাকবেন এহসান কুরেশির মতো জনপ্রিয় কমেডিয়ানরা ৷ গত 10 অগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন রাজু ৷ এরপর প্রায় দেড় মাসের টানা লড়াই ৷ দীর্ঘ লড়াইয়ের পর গত বুধবার দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 58 বছর বয়সি এই অভিনেতা ৷ আগামী সপ্তাহে আসতে এই বিশেষ শো ৷

ABOUT THE AUTHOR

...view details