হায়দরাবাদ, 23 নভেম্বর: আসন্ন পোঙ্গল উৎসবে মুক্তির অপেক্ষায় বহু চর্চিত ছবি 'লাল সালাম' ছবিটি ৷ বিষ্ণু বিশাল ও বিক্রান্তকে দেখা যাবে ছবির মুখ্য চরিত্রে ৷ ছবির পরিচালক ঐশ্বর্যা রজনীকান্ত ৷ শুরু হয়েছে ছবির পোস্ট-প্রোডাকশনের কাজ ৷ ক্রিকেটকে কেন্দ্র করে তৈরি এই ছবিতে দেখা যাবে প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেবকেও ৷ অতিথি শিল্পী হিসাবে ছবির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি ৷ ছবিতে নিজের চরিত্রের ডাবিং করতে দেখা গেল প্রাক্তন ক্রিকেটারকে ৷ সোশাল মিডিয়ায় সেই ছবি শেয়ার হতেই নিমেষে তা ছড়িয়ে পড়ে অনুরাগীদের ওয়ালে ৷ ডাবিং ইতিমধ্যে শেষও করেছেন কপিল ৷
ঐশ্বর্য রজনীকান্ত ডাবিং স্টুডিয়োয় কপিল দেবের ছবি শেয়ার করে জানিয়েছেন কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে ছবিতে কাজ করতে পেরে তিনি গর্বিত ৷ অন্যদিকে 'লাল সালাম' ছবিতে রজনীকান্তের বোনের চরিত্রে দেখা যাবে জেভিতা রাজশেখরকে ৷ যিনি 33 বছর পর ফিল্মি কেরিয়ার নতুন করে শুরু করতে চলেছেন ৷ এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নিরোশা, থাম্বি রামাইয়া, সেনথিল ও থাংগাগুরাইকে ৷ ছবিতে ক্যামিও চরিত্রে উপস্থিত থাকবেন থালাইভা রজনীকান্তও ৷ 'লাল সালাম' ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন এআর রহমান ৷
এর আগে, সুপারস্টার রজনীকান্ত প্রকাশ করেছিলেন যে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং 1983 বিশ্বকাপের বিজয়ী অধিনায়ক, কপিল দেব তাঁর মেয়ে পরিচালক ঐশ্বর্যা রজনীকান্তের আসন্ন চলচ্চিত্র 'লাল সালাম'-এ একটি ছোট চরিত্রে অভিনয় করবেন। ভারতে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ ঘরে আনার জন্য টুইটারে কপিল দেবের প্রশংসাও করেন রজনীকান্ত ৷ অভিনেতাকে শেষ দেখা গিয়েছে 'জেলার' ছবিতে, যা বক্সঅফিসে ব্যাপড় সাড়া ফেলেছিল ৷ থালাইভা রজনীকান্ত আপাতত ব্যস্ত রয়েছেন তাঁর পরবর্তী ছবি 'মঈদিন ভাই' নিয়ে ৷