পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Kannada TV Actor Dies in Hospital : প্লাস্টিক সার্জারি করাতে গিয়ে মৃত্যু অভিনেত্রীর - Kannada TV actor Chethana Raj

প্লাস্টিক সার্জারি করাতে গিয়ে মৃত্যু হল ছোটপর্দার জনপ্রিয় কন্নড় অভিনেত্রী চেতনা রাজের (Chethana Raj Death During Surgery) ৷ জনপ্রিয় সিরিয়াল 'গীতা', 'ডোরেসানি', 'ওলাভিনা নীলদানা'-তে অভিনয় করেছিলেন। এছাড়া একটি কন্নড় চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন তিনি ।

Kannada TV Actor Dies in Hospital
প্লাস্টিক সার্জারি করাতে গিয়ে মৃত্যু অভিনেত্রীর

By

Published : May 17, 2022, 4:18 PM IST

বেঙ্গালুরু, 17 মে :মাত্র 21 বছর বয়সে প্লাস্টিক সার্জারি করাতে গিয়ে মৃত্যু হল ছোটপর্দার জনপ্রিয় কন্নড় অভিনেত্রী চেতনা রাজের (Chethana Raj Death During Surgery) ৷ পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী অভিনেত্রীর বাবা মায়ের অজান্তেই এই সার্জারি করা হয় ৷ আর অস্ত্রোপচারের ফলেই মৃ্ত্যু হয় এই তরুণ অভিনেত্রীর ৷

অভিনেত্রী চেতনা রাজের বাবা মা অবশ্য় সরাসরি চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন ৷ তাঁদের দাবি যথাযথ সরঞ্জাম ছাড়াই এধরণের ঝুঁকিপূর্ণ অপারেশন করা হয়েছে ৷ জানা গিয়েছে অস্ত্রোপচার চলাকালীন তাঁর ফুসফুসে জল জমে যায় আর এর ফলেই তাঁর মৃত্যু হয় ৷ অভিনেত্রীর বাবা গোবিন্দ রাজ জানান, সোমবার সকাল সাড়ে আটটায় চেতনাকে হাসপাতালে ভর্তি করা হয় । তাঁরা যখন পুরো বিষয়টি জানতে পারেন ততক্ষণে অপারেশন হয়ে গিয়েছে ৷ সন্ধ্যা নাগাদ, ফুসফুস জল জমে যাওয়ায় শ্বাস কষ্ট শুরু হয় চেতনার ৷ আইসিইউ-তে উপযুক্ত ব্যবস্থা না-থাকায় রোগী মারা যান ৷

প্লাস্টিক সার্জারি করাতে গিয়ে মৃত্যু হল ছোটপর্দার জনপ্রিয় কন্নড় অভিনেত্রী চেতনা রাজের

গোবিন্দ রাজ জানান, এর আগেও তাঁদের কাছে এই অস্ত্রোপচার করানোর জন্য অনুমতি চেয়েছিলেন চেতনা ৷ তবে তাঁরা রাজি হননি, আর সেই কারণেই এভাবে লুকিয়ে আপারেশন করানোর সিদ্ধান্ত নেন তিনি ৷ তিনি বলেন, "হাসপাতালের অবহেলার কারণেই আমার মেয়ের মৃত্যু হয়েছে। ডাক্তাররা বাবা-মায়ের অনুমতি ছাড়া এবং যথাযথ যন্ত্রপাতি ছাড়াই অস্ত্রোপচার করেছেন ।"

আরও পড়ুন : ফের শ্বেত কন্যার সাজে অনুরাগীদের মন মাতালেন রাকুলপ্রীত

চেতনা রাজ জনপ্রিয় সিরিয়াল 'গীতা', 'ডোরেসানি', 'ওলাভিনা নীলদানা'-তে অভিনয় করেছিলেন। এছাড়া একটি কন্নড় চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন তিনি । চেতনার এই অকাল মৃত্যুতে পরিবার তো বটেই শিল্পী মহলেও নেমেছে শোকের ছায়া ৷

ABOUT THE AUTHOR

...view details