হায়দরাবাদ, 24 অক্টোবর: এ বছর একটি অনবদ্য মুহূর্তের সাক্ষী হতে চলেছে দশেরা ৷ আজ দিল্লির লব-কুশ রামলীলায় দশেরা উদযাপনের সময় রাবণ দহন প্রথা পালন করবেন অভিনেত্রী-প্রযোজক কঙ্গনা রানাওয়াত ৷ একজন অভিনেত্রী হিসেবে তিনিই প্রথম এই প্রথা পালন করতে চলেছেন ৷
গত পাঁচ দশক ধরে লালকেল্লায় ঐতিহ্যগতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে এই আইকনিক ইভেন্ট ৷ সেখানে এ বার তির দিয়ে রাক্ষস রাজা রাবণের কুশপুত্তলিকা জ্বালাবেন কঙ্গনা রানাওয়াত । দিল্লির লব-কুশ রামলীলা কমিটির সভাপতি অর্জুন সিং আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ।
কঙ্গনা রানাওয়াত তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করে তাঁর এই আসন্ন ইভেন্টের কথা বলেছেন ৷ সেখানেই নিজের আপকামিং ফিল্ম তেজস নিয়েও কথা বলেছেন তিনি । সেই পোস্টের ক্যাপশনে তিনি এই ইভেন্টের ঐতিহাসিক তাত্পর্যের উপর জোর দিয়ে বলেছেন, "এটি লালকেল্লার বার্ষিক উদযাপনের 50 বছরের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মুহূর্ত চিহ্নিত করে, কারণ একজন মহিলা রাবণের কুশপুত্তলিকা জ্বালানোতে নেতৃত্ব দেন ৷ জয় শ্রী রাম ।"
অর্জুন সিং জানিয়েছেন যে, কমিটির সিদ্ধান্তটি মহিলা সংরক্ষণ বিল দ্বারা প্রভাবিত হয়েছে ৷ গত সেপ্টেম্বরে সংসদে পাশ হয়েছে এই ঐতিহাসিক বিল ।
আরও পড়ুন:দেশের সেরা দশেরা ! বিজয়া দশমী থেকে রাবণ বধ, রইল সেরা জায়গার হদিশ
অর্জুন সিং-এর দাবি, "বছরের পর বছর ধরে আমাদের ভিআইপিরা ছিলেন ফিল্ম স্টার বা রাজনীতিবিদ ৷ তাঁরাই আমাদের ইভেন্টে অংশগ্রহণ করেছেন ৷ প্রাক্তন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি অজয় দেবগন এবং জন আব্রাহামের মতো চলচ্চিত্র তারকারাও অংশ নিয়েছেন এই প্রথা পালনে ৷ প্রভাস গত বছর রাবণ দহনের নেতৃত্ব দিয়েছিলেন । আমাদের 50 বছরের ইতিহাসে প্রথমবারের মতো এ বার একজন মহিলা রাবণের কুশপুত্তলিকায় আগুন দেবেন ।"
আগামী শুক্রবার মুক্তির জন্য নির্ধারিত তাঁর ছবি তেজসের প্রচারে আপাতত ব্যস্ত জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী । সর্বেশ মেওয়ারা রচিত এবং পরিচালিত এই চলচ্চিত্রে তাঁকে ভারতীয় বিমান বাহিনীর পাইলটের ভূমিকায় দেখা গিয়েছে । প্রথমবারের মতো একজন মহিলা সেলিব্রিটি রাবণ দহনে অংশ নিচ্ছেন, তা নেটিজেনদের কাছ থেকে সাধুবাদ পেয়েছে এবং এই ঐতিহ্য পালনে বলিউডের কুইনের হাতে তির ও ধনুক দেখার অপেক্ষায় তাঁর অনুরাগীরা ৷