হায়দরাবাদ, 1 ডিসেম্বর: বেশ কিছুদিন ধরেই ভাইরাল পোস্ট ঘিরে গুঞ্জন উঠেছিল অভিনেত্রী-তথা বিজেপি নেত্রী কিরণ খেরের জায়গায় আসতে চলেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ৷ এমনকী, বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনে চণ্ডীগড় থেকে প্রার্থী হতে পারেন বলিউড কুইন, শোনা গিয়েছিল এমনটাও ৷ কিন্তু এই খবরকে গুজব বলে ওড়ালেন অভিনেত্রী কঙ্গনা ৷
এই খবরের সত্যতা সম্পর্কে কথা বলতে গিয়ে ইন্সটাগ্রাম স্টোরিতে কঙ্গনা জানান এটা সম্পূর্ণ গুজব ৷ তিনি একটি হিন্দি খবরের কাটিং হেডলাইনের সঙ্গে শেয়ার করেন যাতে লেখা ছিল, "চণ্ডীগড়বাসী আমি আসছি আপনাদের শহরে ৷" এরপর কঙ্গনা এই বিষয়টি পরিষ্কার করেছেন যে, খবরে যে শিরোনাম ব্যবহার করা হয়েছে তা তিনি বলেননি ৷ সম্পূর্ণ রূপে অসত্য খবর ছড়ানো হয়েছে ৷
এর আগে নভেম্বরে তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, যদি ভগবান কৃষ্ণের আশীর্বাদ পান তাহলে তিনি আসন্ন লোকসভা নির্বাচনে লড়াই করতে পারেন ৷ পাশাপাশি, তিনি বিজেপি কর্মকর্তাদের কাজের প্রশংসা করেন ৷ বরাবরই বিজেপিশাসিত সরকারের প্রশংসা শোনা যায় অভিনেত্রী কঙ্গনার মুখে ৷ তিনি একাধিকবার বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে এই দেশ সুরক্ষিত ৷ আগামিদিনে দেশের উন্নতি একমাত্র বিজেপি শাসিত সরকারের পক্ষেই সম্ভব ৷
অন্যদিকে, অভিনেত্রীর কাজের দিকে নজর দিলে দেখা যায়, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি তেজস মুখ থুবড়ে পড়ে বক্সঅফিসে ৷ পাশাপাশি, তামিল কমেডি ছবি 'চন্দ্রমুখী 2'-তে তাঁর অভিনয় নজর কাড়ে দর্শকদের ৷ বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন ত'নু ওয়েডস মনু' কো-স্টার আর মাধবনের সঙ্গে পরবর্তী ছবির শুটিং নিয়ে ৷ পাশাপাশি, হাতে রয়েছে, নিজের পরিচালিত ও অভিনীত 'এমারজেন্সি' ৷