হায়দরাবাদ, 1 জুলাই:শুক্রবার রাতে মনিকর্ণিকা ফিল্মস প্রযোজিত প্রথম ছবির সাকসেস পার্টি নিয়ে মেতে উঠলেন অভিনেত্রী কঙ্গনা রানওয়াত ৷ মুম্বইয়ে 'টিকু ওয়েডস শেরু' ছবির সাকসেস পার্টিতে যে পোশাকে সামনে এলেন নায়িকা, তা নিয়ে রীতিমতো ট্রলড হতে হল তাঁকে ৷ ডিজাইনার গৌরি, নিকিতার তৈরি স্ট্র্যাপলেস ড্রেসে ক্যামেরার সামনে আসেন কঙ্গনা ৷ সোশাল মিডিয়াতেও তাঁর এই লুক শেয়ার করেছেন অভিনেত্রী ৷ আর এবার সেই নিয়েই শুরু হল ট্রলিং ৷
ছবিগুলি শেয়ার করে তিনি লেখেন, "মা বলেছিল পড়ার জন্যও যেমন সময় আছে তেমন খেলারও সময় আছে ৷ হা হা ৷ আর আমি বলি কাজের জন্য যেমন সময় আছে তেমনই পার্টির জন্য়ও সময় আছে ৷ বিশেষত যখন মণিকর্ণিকা ফিল্মসের প্রথম প্রযোজনা সুপারহিট ৷ এটা গ্র্যান্ড পার্টির সময় ৷" কঙ্গনার এই পোস্ট সামনে আসার পরেই রীতিমতো ট্রল শুরু হয় অভিনেত্রীকে ঘিরে ৷ নেটিজেনদের একাংশ তাঁর গত মাসের একটি পোস্ট নিয়ে চর্চা শুরু করেন ৷ যেখানে 'ভারতীয় নারী' এবং 'ভারতীয় সংস্কৃতি' নিয়ে তাঁর মতামত দিয়েছিলেন তিনি ৷ কেউ কেউ তো তাঁকে 'ভণ্ড' বলেও উল্লেখ করেছেন ৷