পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Kangana on Pathaan Success: 'দেশ শুধু খানেদের ভালোবাসে' বলে আবারও ট্রোলের শিকার কঙ্গনা - ভারতকে ফ্যাসিজিমের সমর্থক বলা যায় না দাবি কঙ্গনার

এই দেশ শুধুমাত্র সমস্ত খানেদের ভালোবাসে ৷ আর তাই ভারতকে ফ্যাসিজিমের সমর্থক বলা যায় না ৷ 'পাঠান'-এর বিপুল সাফল্য়কে এভাবেই বিশ্লেষণ করেন কঙ্গনা (Kangana Ranaut Tweet on Pathaan Success )৷ আর এই মন্তব্যের জন্যই ট্রোলের শিকার হলেন অভিনেত্রী ।

Kangana on Pathaan Success
ভারতকে ফ্যাসিজিমের সমর্থক বলা যায় না দাবি কঙ্গনার

By

Published : Jan 30, 2023, 9:54 AM IST

Updated : Jan 30, 2023, 10:32 AM IST

মুম্বই, 30 জানুয়ারি:দেশব্যাপী বিনোদনের দুনিয়ায় একের পর এক রেকর্ড ভেঙে ধুলিসাৎ করছে এসআরকে-দীপিকা জুটির নতুন ছবি 'পাঠান' ৷ ছবির বিপুল সাফল্য দেখে কেউ বলছেন, 'পাঠান সুনামি' কেউবা বলছেন 'ইয়ে তো বাস ঝাঁকি হ্যায় পিকচার আভি বাকি হ্যায়' ৷ ইতিমধ্য়েই বিশ্বব্যাপী আয়ের নিরিখে 400 কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে এসআরকের এই ব্লক বাস্টার ৷ আর শাহরুখের ছবির এহেন সাফল্য দেখে তা নিয়ে মুখ খুললেন কন্ট্রোভার্সি ক্যুইন কঙ্গনা রানওয়াতও ৷ তাঁর দাবি, দর্শকরা শুধু খানেদেরই ভালোবাসেন আর তাঁরা 'মুসলিম অভিনেত্রীদের নিয়ে পাগল' ৷ তবে তাঁর এই মন্তব্য ভালোভাবে নেয়নি নেটাগরিকরা। আবারও ট্রোলের শিকার হলেন কঙ্গনা ।

তিনি মানেই বিতর্ক। তিনি মানেই সংবাদের শিরোনাম। এর আগেও একাধিক মন্তব্য করে তুমুল সমালোচিত হয়েছেন অভিনেত্রী । বিতর্কিত মন্তব্য করার জন্য দীর্ঘদিন তাঁর টুইটার অ্যাকাউন্টটিও অচল ছিল । মাত্র কয়েকদিন আগে সেটি ফেরত পান অভিনেত্রী । তবে তিনি যে পুরনো অবস্থান থেকে ফিরে আসছেন না তা স্পষ্ট হয়ে গিয়েছে ইতিমধ্যেই। অ্যাকাউন্ট হাতে পাওয়ার পর থেকেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একাধিক বিষয়ে মন্তব্য করে চলেছেন অভিনেত্রী ।

সম্প্রতি, টুইটের মাধ্যমে শাহরুখ দীপিকার বিপুল সাফল্যের জন্য তাঁদের অভিনন্দন জানিয়েছিলেন বলিউড প্রযোজক প্রিয়া গুপ্ত ৷ তারই উত্তরে একটি টুইটে কঙ্গনা লেখেন, "এই দেশ শুধুমাত্র সমস্ত খানেদের ভালোবাসে আর কোনও কোনও সময় তো শুধুই খানেদের ৷ আর মুসলিম অভিনেত্রীদের নিয়ে একেবারে পাগল ৷ তাই ভারতকে ঘৃণা আর ফ্যাসিজিমের সমর্থক বলে অভিযুক্ত করা যায় না ৷ ভারতের মতো দেশ পৃথিবীতে একটিও নেই (Kangana Ranaut Tweet on Pathaan Success )৷" এই মন্তব্যের জন্য সমালোচিত হয়েছেন কঙ্গনা । সামাজিক মাধ্যমে অনেকেই লিখেছেন, শুধু খানেদের নয়, দেশ হৃত্বিক রোশনকেও ভালোবাসে । ফ্যানেদের সঙ্গে কঙ্গনার এই কথপোকথন নতুন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার এখন ।

আরও পড়ুন:4 দিনে 400 কোটি পার, বক্স অফিসে 21 রেকর্ড ভাঙল পাঠান

Last Updated : Jan 30, 2023, 10:32 AM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details