মুম্বই, 30 জানুয়ারি:দেশব্যাপী বিনোদনের দুনিয়ায় একের পর এক রেকর্ড ভেঙে ধুলিসাৎ করছে এসআরকে-দীপিকা জুটির নতুন ছবি 'পাঠান' ৷ ছবির বিপুল সাফল্য দেখে কেউ বলছেন, 'পাঠান সুনামি' কেউবা বলছেন 'ইয়ে তো বাস ঝাঁকি হ্যায় পিকচার আভি বাকি হ্যায়' ৷ ইতিমধ্য়েই বিশ্বব্যাপী আয়ের নিরিখে 400 কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে এসআরকের এই ব্লক বাস্টার ৷ আর শাহরুখের ছবির এহেন সাফল্য দেখে তা নিয়ে মুখ খুললেন কন্ট্রোভার্সি ক্যুইন কঙ্গনা রানওয়াতও ৷ তাঁর দাবি, দর্শকরা শুধু খানেদেরই ভালোবাসেন আর তাঁরা 'মুসলিম অভিনেত্রীদের নিয়ে পাগল' ৷ তবে তাঁর এই মন্তব্য ভালোভাবে নেয়নি নেটাগরিকরা। আবারও ট্রোলের শিকার হলেন কঙ্গনা ।
তিনি মানেই বিতর্ক। তিনি মানেই সংবাদের শিরোনাম। এর আগেও একাধিক মন্তব্য করে তুমুল সমালোচিত হয়েছেন অভিনেত্রী । বিতর্কিত মন্তব্য করার জন্য দীর্ঘদিন তাঁর টুইটার অ্যাকাউন্টটিও অচল ছিল । মাত্র কয়েকদিন আগে সেটি ফেরত পান অভিনেত্রী । তবে তিনি যে পুরনো অবস্থান থেকে ফিরে আসছেন না তা স্পষ্ট হয়ে গিয়েছে ইতিমধ্যেই। অ্যাকাউন্ট হাতে পাওয়ার পর থেকেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একাধিক বিষয়ে মন্তব্য করে চলেছেন অভিনেত্রী ।